অক্ষয়তৃতীয়ায় তাপপ্রবাহ! ‘বিশেষ দিনে’ বিভ্রান্তির চেষ্টার জবাব আলিপুর আবহাওয়া দফতরের

এই তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে। সম্পূর্ণ ভুয়ো এই বার্তাকে (fake alert) একেবারেই নাকচ করে দিল আলিপুর আবহাওয়া দফতর

চলতি বছর অক্ষয়তৃতীয়ার দিনটি বাঙলা ও বাঙালির কাছে একটি স্মরণীয় দিন। এই দিন বাঙলার মানচিত্রে যুক্ত হতে চলেছে ধর্মীয় পর্যটনস্থান – দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath temple)। আর তাই একাংশের নিন্দুকেরা এর বিরুদ্ধে যত সম্ভব প্রচার চালানোর চেষ্টা করছেন। কখনও ট্রেন বন্ধ করে দেওয়া, কখনও মন্দির সম্পর্কে ভুল বার্তা দিয়ে বাঙলার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছাতে না দেওয়ার চেষ্টা চলছে। এবার আবহাওয়ার ভুল সতর্কবার্তা (fake alert) দিয়ে দিঘামুখী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather office) থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল কোনও তাপপ্রবাহের সতর্কতা ৩০ এপ্রিল জারি করা হয়নি।

গত বৃহস্পতিবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি আবহাওয়ার সতর্কতা বাঙলা ভাষায় প্রচারিত হয়। যেখানে জানানো হয় – ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বিকেল ৩টার পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪৭.à§« ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। বিশেষভাবে উল্লেখ করা হয়, এই তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে। সম্পূর্ণ ভুয়ো এই বার্তাকে (fake alert) একেবারেই নাকচ করে দিল আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore weather office) আধিকারিকরা জানান, আলিপুর থেকে এরকম কিছু বলা হয়নি। বরং বলা হয়েছে ইতিমধ্যেই যে তাপমাত্রা রয়েছে তার থেকে আরও ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তার কারণ বজ্রবিদ্যুতের (thunder storm) প্রভাব। বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে (forecast) জানানো হয়েছে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। আগামী ২৮ এপ্রিল, সোমবার থেকে আগামী সাতদিন এভাবেই বৃষ্টির সম্ভাবনা শোনাচ্ছেন আলিপুরের আধিকারিকরা। একইভাবে দেশের আবহাওয়া দফতরেরও সতর্কতা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের।

এপ্রিলের শেষেই গরমের প্রভাব থেকে মুক্তি মেলার বার্তা আবহাওয়া দফতরের। সোমবার থেকেই সেই সম্ভাবনায় বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের সাত জেলা – হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও থাকছে বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের কমলা সতর্কতা (orange alert), অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।