Friday, August 22, 2025

ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল এম যুদ্ধবিমানের চুক্তি নয়াদিল্লির

Date:

বড় পদক্ষেপ ভারতের(India)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার ফ্রান্সের(France) সঙ্গে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল(Rafale) এম যুদ্ধবিমানের চুক্তি সই করেছে নয়াদিল্লি। ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য ২৬টি রাফাল(Rafale) মেরিন বিমান কিনতে ৬৩,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। ফরাসি বিমান নির্মাতা ডাসাল্ট এভিয়েশন কর্তৃক নির্মিত এই বিমানটি ভারত তার নিজস্ব টুইন-ইঞ্জিন ডেক-ভিত্তিক ফাইটার তৈরি না করা পর্যন্ত নৌবাহিনীর(Navy) জরুরি চাহিদা পূরণের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে আমদানি করছে।

সূত্রের খবর, ২০২৮ সাল থেকে ২৯ সালের মধ্যে রাফাল এম(Rafale) ভারতে আসা শুরু করবে। ২০৩১ সালের মধ্যে ডেলিভারির কাজ শেষ হতে চলেছে। তবে জানা গিয়েছে, ভারতে আসা এই যুদ্ধবিমানগুলি বায়ুসেনা পাচ্ছে না, পাবে নৌসেনা। মোট ২৬টি রাফালের মধ্যে ২২টি হল এক আসনের নৌ-সংরক্ষণ, যেগুলি ভারতীয় নৌসেনার কাছে যাবে। বাকি চারটি হল দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান(Fighter Plane)।

এই মর্মে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোটা বিশ্বজুড়ে রাফালের পরিচিতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। রাফালের মাল্টি রোলিং ক্ষমতা শত্রু নিধনে শেষ কথা। সব মিলিয়ে রাফালের দক্ষতা নিয়ে সন্দেহের কোন জায়গা নেই। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির তৈরি অস্ত্র। শত্রুর দূরত্ব বেশি হলেও রাফালের SCALP ক্রুস মিসাইল তাকে নিমেষের মধ্যেই ধ্বংস করতে পারে। সবথেকে বড় বিষয় হল রাফাল নিজের মধ্যে পরমাণু(Nuclear) বহন ক্ষমতা রাখে।

ঘণ্টায় ২ হাজার ২২২ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে রাফাল। পাকিস্তানকে শায়েস্তা করা এর কাছে এমন কোন বিষয়ই নয়। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসের মুখ দেখবে শত্রু দেশ। এদিকে প্রতিনিয়ত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে চিন আর তার দোসর হচ্ছে পাকিস্তান। এই অবস্থায় দেশের সুরক্ষার ক্ষেত্রে এদের মুখ বন্ধ করতে রাফালই মোক্ষম জবাব। প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই মাসে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (DAC) নৌবাহিনীর অপারেশনাল ক্ষমতা বৃদ্ধির জন্য ২৬টি রাফালে এম যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করে।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version