Tuesday, November 4, 2025

দিল্লি ক্যাপিটালসের(DC) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) স্ট্র্যাটেজিই যেন আত্মবিশ্বাস যোগাচ্ছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচে নামছে কলকাতার নাইটরা(KKR)। সেই ম্যাচে জিততেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুঙ্গে নাইট শিবির। তবে এই ম্যাচেও অ্যানরিখ নর্খিয়ার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দলের দেশীয় বোলারদের ওপর ভরসা রাখতে চলেছে নাইট শিবির। সেইসঙ্গে দিল্লির পিচের কথা মাথায় রেখে বোলিং নিয়েও থাকছে বিশেষ পরিকল্পনা।

দিল্লির পিচে বাউন্স সেভাবে পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে বলও খানিকটা স্লো হচ্ছে। অর্থাৎ স্পিনাররা বেশ খানিকটা সুবিধা পেতে পারে। সেভাবেই নিজেদের প্রস্তুত করছে নাইট রাইডার্স শিবির। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানালেন হর্ষিত(Harshit Rana)। তবে এদিনের ম্যাচে যে টার্নিং পয়েন্ট যে দিল্লির পিচ হতে চলেছে তা হর্ষিত রানার কথাতেই স্পষ্ট।

হর্ষিত রানা(Harshit Rana) জানাচ্ছিলেন, “দিল্লির পিচে আমরা শেষ ম্যাচে দেখেছি সেখানে সেভাবে বাউন্স হচ্ছিল না। বলও খানিকটা লো হচ্ছিল। সেটা দেখেই আমরা প্রস্তুতি সারছি। এই পিচের সঙ্গে আমরা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব ততই ভাল হবে”।

এবারের আইপিএলে(IPL) কলকাতা নাইট রাইডার্সের(KKR) ব্যাটিং নিয়ে চলছে জোর সমালোচনা। অন্তত পঞ্জাব কিংসের বিরুদ্ধে যেভাবে ব্যাটিংয়ে ধস নেমেছিল, তাতেই সকলেই সমালোচনায় হয়েছে। যদিও নাইট শিবির এখন সেসসব অতীত নিয়ে ভাবতে একেবারেই নারাজ। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ এখন কলকাতা নাইট রাইডার্সের(KKR) কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ হেরে গেলে কার্যত প্লে অফের আশা একেবারেই ক্ষীণ হয়ে যাবে কেকেআরের।

হর্ষিত রানার(Harshit Rana) মুখেও সাংবাদিক সম্মেলনের দিন সেই একই কথা। দিল্লিতে জয়ে ফেরা এখন নাইট রাইডার্সের কাছে পাখির চোখ। সেইসঙ্গে ফর্মে ফিরতেও মরিয়া হর্ষিত রানা। তিনি যে এই মরসুমে ভাল বোলিং করতে পারছেন না সেই কথাও স্বীকার করে নিয়েছেন রানা। শেষপর্যন্ত নাইট রাইডার্স জিততে পারে কিনা সেটাই দেখার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version