Thursday, August 21, 2025

বুধে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৈঠক, তার আগেই তড়িঘড়ি মিলিত স্বরাষ্ট্র মন্ত্রক

Date:

পহেলগাম পরবর্তী পরিস্থিতিতে ভারতের সবথেকে বড় মাথা ব্যথার কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপ। গোয়েন্দা ব্যর্থতা থেকে সেনার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাকফুটে অমিত শাহ (Amit Shah)। তাঁর সম্মান রক্ষার লড়াই এবার দেশের সেনাপ্রধান থেকে স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে মঙ্গলবার স্বরাষ্ট্র দফতর (MHA) ও দেশের শীর্ষ সেনা আধিকারিকরা বৈঠকে স্বরাষ্ট্র দফতরে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। বৈঠকে যোগ দেন বিএসএফ (BSF), অসম রাইফেলস (Asssam Rifles) ও এনএসজি-র (NSG) তিন ডিজি। এছাড়াও আলোচনায় অংশ নেন সিআরপিএফ (CRPF) ও সিআইএসএফ-এর (CISF) শীর্ষ আধিকারিকরা। মূলত কাশ্মীর নিয়ে আলোচনার জন্যই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় বলে জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে।

বুধবার সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই আলোচনার কথা। মূলত কাশ্মীর প্রসঙ্গ উঠে আসবে বৈঠকে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট কাশ্মীরের একাধিক এলাকায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা প্রকাশ করেছে। রবিবার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে আগেই বৈঠক করেছেন মোদি। এবার স্বরাষ্ট্র দফতরের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা নিজেই করবেন প্রধানমন্ত্রী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version