পাক জঙ্গিরাই পহেলগামে হামলাকারী, মানল পাকিস্তান! সেনায় ইস্তফার হিড়িকের আশঙ্কা

মেজর মালিক দাবি করছেন পাক সেনা মুজাহিদিন (mujahideen) হিসাবে যে শপথ নিয়েছে তাতে দেশের সেবা করা তাদের পবিত্র কর্তব্য

পাকিস্তানের সন্ত্রাসবাদীরাই যে ভারতের পহেলগামে হামলা চালিয়েছে, স্বীকার করে নিল পাকিস্তানের সেনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাক মেজর জেনারেল ফৈসাল আহমেদ মেহমুদ মালিকের লেখা একটি চিঠি ভাইরাল হয় (ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) যেখানে গোটা দেশের সেনা জওয়ান, আধিকারিকদের উজ্জীবিত করতে যা লিখেছেন, সেখানেই স্পষ্ট দাবি করেছেন পাকিস্তানেরই মুজাহিদিনরাই (mujahideen) পহেলগামের হামলার (Pahalgam attack) ঘটনা ঘটিয়েছেন। তবে এই ঘটনার পরে ভারতের সঙ্গে যুদ্ধ অবধারিত, এমনটা আশঙ্কা করেই পাক সেনায় আচমকা ইস্তফার (resignation) হিড়িক পড়ে গিয়েছে। আধিকারিকরাও সেই তালিকা থেকে বাদ পড়েননি। সেই ইস্তফা রুখতে পাক সেনাকে উজ্জীবিত করতে মুজাহিদিনদের কার্যকলাপের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেওয়া হল পাক সেনা মেজর জেনারেলের তরফে।

ইতিমধ্যেই পাকিস্তানে ২৫০ সেনা আধিকারিক ইস্তফা (resignation) পেশ করেছেন বলে সূত্রে দাবি করা হয়েছে। সেনা জওয়ানের ইস্তফার সংখ্যাটা বিভিন্ন সূত্রে বিভিন্ন দাবি করা হয়েছে। অন্তত সাড়ে চার হাজার জওয়ানের ইস্তফার চিঠি জমা পড়ার দাবি করা হয়েছে। মূলত পাক সেনার মেজর আসিফ মুনির (Asif Munir) ভারতের সঙ্গে যুদ্ধ অবধারিত বলে প্রথম দাবি করেছিলেন। পরে বিদেশ মন্ত্রী খোয়াজা আসিফও (Khwaja Asif) একই দাবিকে সমর্থন করেছিলেন। আর এর পরেই পাক সেনার মধ্যে ইস্তফার হিড়িক পড়ে যায় বলে সূত্রের দাবি। যদিও পাকিস্তানের কোনও সূত্র এই দাবিকে নস্যাৎও করেনি।

পাক সেনায় ইস্তফা রুখতে এরপরই মাঠে নামেন আধিকারিকরা, এমনটাই সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া চিঠির ছবি (ছবির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)তে মেজর মালিক দাবি করছেন পাক সেনা মুজাহিদিন (mujahideen) হিসাবে যে শপথ নিয়েছে তাতে দেশের সেবা করা তাদের পবিত্র কর্তব্য। সেই সঙ্গে পাক সেনা যে প্রতি মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নীতি নিয়ে চলে তাও স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন চিঠির প্রেরক ফৈসল মালিক। সব শেষে এভাবে ইস্তফায় চরম শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।