রাজনৈতিক সৌজন্য: দিঘার জগন্নাথ মন্দিরের পথে দিলীপ

রাজনৈতিক সৌজন্য দেখিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে যাচ্ছেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি। বুধবার, উলুবেড়িয়ার শ্যামপুরে একটি কর্মসূচি সেরেই রওনা হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিঘায় সাড়ম্বরে উদ্বোধন করা হয় জগন্নাথ মন্দিরের। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, সৌজন্য দেখিয়ে তিনি আমন্ত্রণ পেয়েছেন। সেই কারণেই যাচ্ছেন। দিলীপর মতে, মন্দির-মসজিদ নিয়ে রাজনীতি কী! যাঁরা করেন তাঁদের দলে আমি নই। ভগবানের মন্দির হয়েছে, দেখতে যাবে না! নিশ্চয় যাব।

রামমন্দির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, সেখানে কী কংগ্রেস-বিজেপি বলে কেউ গিয়েছেন- যাঁরা ভক্ত তাঁরাই গিয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরেও আমিও যাব।

আর মন্দির উদ্বোধন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রামমন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এখানে রাজ্যে জগন্নাথ মন্দির হয়েছে, তাঁর উদ্বোধন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় করবনে, সেটাই স্বাভাবিক। এটা নিয়ে তো কথার কিছু নেই।

এদিনই কাঁথিতে সনাতনী সভা করছেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলের নেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে প্রসঙ্গে বিজেপ নেতা বলেন, কে কোন রাজনীতি করছেন আমি জানি না। আমি ওইসবের মধ্যে নেই।

আগেই দিলীপ মন্দিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন দিলীপ। বলেন, “আমি সুযোগ পেলে দিঘা যাব। মন্দিরের জায়গায় মন্দির থাকবে। ভগবানকে নিয়ে রাজনীতি নয়। জগন্নাথ পুরী থেকে এতদূর চলে এলেন, আর আমরা একটুখানি যাব না?“ মুর্শিদাবাদে কর্মসূচি সেরে মঙ্গলবার রাতেই ফিরেছেন দিলীপ ঘোষ। তখনই তিনি জানিয়ে দেন সব কিছু ঠিক থাকলে বুধবার দিঘায় যাবেন। বুধবারে কাঁথিতে সনাতনীদের সভা করছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে কাঁথির উপর দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির যাচ্ছেন দিলীপ। এই ঘটনা বঙ্গ বিজেপি নেতাদের অস্বস্তিই শুধু নয়, গালে এক বড় থাপ্পড় বলে মনে করছে রাজনৈতিক মহল।