Wednesday, November 5, 2025

তরুণী ডাক্তারের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার! খুনের অভিযোগ পরিবারের, অধরা অভিযুক্ত 

Date:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মর্মান্তিক ঘটনা। বিজেপির রাজ্য রাজস্থানে ভয়াবহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তরুণী চিকিৎসক ভাবনা যাদবের (২৫)। এখনও অধরা অভিযুক্ত। মেয়েকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের।

দিল্লিতে মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ভাবনা সম্প্রতি হরিয়ানার হিসারে গিয়ে এক ভয়াবহ ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জয়পুরে স্থানান্তর করা হলেও, ২৪ এপ্রিল রাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর প্রকৃত কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়—খুনের ছক। ভাবনার মা গায়ত্রী যাদব থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, মেয়ের শরীরে ও পেটে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁর আশঙ্কা, ভাবনাকে প্রথমে কুপিয়ে খুন করে পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ভাবনার মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী।

২০২৩ সালে ফিলিপিন্স থেকে মেডিক্যাল পড়াশোনা শেষ করেন ভাবনা যাদব। ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি অনলাইনে ক্লাস করতেন এবং প্রয়োজনে দিল্লি যেতেন। ২১ এপ্রিল দিল্লিতে যান ভাবনা এবং তাঁর বোনের সঙ্গে থাকছিলেন, যিনি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন।

পরিবারের দাবি, ২৪ এপ্রিল সকালে ভাবনার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি। ওই দিনই উমেশ যাদব নামে এক ব্যক্তি ফোন করে জানান, ভাবনা অগ্নিদগ্ধ অবস্থায় হিসারের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। মা গায়ত্রী যাদব হাসপাতালে গিয়ে দেখেন, মেয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। পরে জয়পুরে নিয়ে গেলে রাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে তদন্তের গতি পরিবর্তন হতে পারে বলেই ধারণা। ভাবনার মৃত্যু ঘিরে ধীরে ধীরে জটিল হয়ে উঠছে রহস্য।

আরও পড়ুন – জগন্নাথ মন্দির দর্শন বিতর্কে নাম না করে শুভেন্দু-সৌমিত্রদের চাঁচাছোলা আক্রমণ দিলীপের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version