Thursday, August 21, 2025

চলতি মরসুমে আইপিএলে(IPL) কলকাতা নাইট রাইডার্সের(KKR) হয়ে একমাত্র ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকলেও এখনও কিন্তু সেই আশা ছাড়েননি নাইট অধিনায়ক। তাঁর মধ্যে এখনও সেই পুরনো খিদে রয়েছে। ভারতীয় দলে ফেরার চেষ্টা সবসময়ই থাকে তাঁর। ভারতীয় দলের লক্ষ্য থাকলেও এই মুহূর্তে অবশ্য নাইট রাইডার্স(KKR) নিয়েই ফোকাস অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। পরবর্তী ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কেকেআর। সেখানেই ফের একবার ব্যাট হাতে রাহানে জ্বলে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

শেষ দুবছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করছেন। সেইসঙ্গে আইপিএলের(IPL) মঞ্চেও ভালো ফর্মে রয়েছেন রাহানে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে রয়েছেন অজিঙ্ক রাহানে। নাইটদের(KKR) মধ্যে সর্বোচ্চ রানও রয়েছে তাঁরই নামের পাশে। এখনও পর্যন্ত নাইট রাইডার্সের ১০ ম্যাচে ২৯৭ রান করেছেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। এখানে পারফরম্যান্স দেখিয়েই যে ফের একবার ভারতীয় দলের জার্সিতে নামার রাস্তাটা প্রশস্ত করতে চাইছেন রাহানে তাও বেশ স্পষ্ট।

রাহানে জানিয়েছেন, “হ্যাঁ ভারতীয় দলে আমি আবারও ফিরতে চাই। আমার মধ্যে এখনও সেই ইচ্ছা, খিদেটা একইরকম রয়েছে। আমার সেই ফিটনেসও রয়েছে। তবে আমি ম্যাচ প্রতি ম্যাচ ধরেই এগোতে চাই। এই মুহূর্তে আইপিএল নিয়েই ভাবছি আমি। এবার দেখা যাক ভবিষ্যতে কী হয়”।

রাহানে আরও জানিয়েছেন, “আমি এমন একজন মানুষ যে কখনও আশা ছাড়ি না। মাঠে আমি সবসময় নিজের একশো শতাংশ দিতে প্রস্তুত থাকি। এই মুহূর্তে যতটুকু নিজের আয়ত্তে রয়েছে সেদিকেই প্রধান ফোকাস আমার”।

আইপিএলের শেষ ম্যাচে কেকেআর জিতলেও সেখানে চোট পেয়েছিলেন অজিঙ্ক রাহানে। তাঁর হাতের আঙুলে সেলাইও পড়েছিল। আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেখানেও জিততেই হবে নাইট শিবিরকে।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version