Saturday, May 3, 2025

চলতি মরসুমে আইপিএলে(IPL) কলকাতা নাইট রাইডার্সের(KKR) হয়ে একমাত্র ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকলেও এখনও কিন্তু সেই আশা ছাড়েননি নাইট অধিনায়ক। তাঁর মধ্যে এখনও সেই পুরনো খিদে রয়েছে। ভারতীয় দলে ফেরার চেষ্টা সবসময়ই থাকে তাঁর। ভারতীয় দলের লক্ষ্য থাকলেও এই মুহূর্তে অবশ্য নাইট রাইডার্স(KKR) নিয়েই ফোকাস অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। পরবর্তী ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কেকেআর। সেখানেই ফের একবার ব্যাট হাতে রাহানে জ্বলে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

শেষ দুবছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করছেন। সেইসঙ্গে আইপিএলের(IPL) মঞ্চেও ভালো ফর্মে রয়েছেন রাহানে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে রয়েছেন অজিঙ্ক রাহানে। নাইটদের(KKR) মধ্যে সর্বোচ্চ রানও রয়েছে তাঁরই নামের পাশে। এখনও পর্যন্ত নাইট রাইডার্সের ১০ ম্যাচে ২৯৭ রান করেছেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। এখানে পারফরম্যান্স দেখিয়েই যে ফের একবার ভারতীয় দলের জার্সিতে নামার রাস্তাটা প্রশস্ত করতে চাইছেন রাহানে তাও বেশ স্পষ্ট।

রাহানে জানিয়েছেন, “হ্যাঁ ভারতীয় দলে আমি আবারও ফিরতে চাই। আমার মধ্যে এখনও সেই ইচ্ছা, খিদেটা একইরকম রয়েছে। আমার সেই ফিটনেসও রয়েছে। তবে আমি ম্যাচ প্রতি ম্যাচ ধরেই এগোতে চাই। এই মুহূর্তে আইপিএল নিয়েই ভাবছি আমি। এবার দেখা যাক ভবিষ্যতে কী হয়”।

রাহানে আরও জানিয়েছেন, “আমি এমন একজন মানুষ যে কখনও আশা ছাড়ি না। মাঠে আমি সবসময় নিজের একশো শতাংশ দিতে প্রস্তুত থাকি। এই মুহূর্তে যতটুকু নিজের আয়ত্তে রয়েছে সেদিকেই প্রধান ফোকাস আমার”।

আইপিএলের শেষ ম্যাচে কেকেআর জিতলেও সেখানে চোট পেয়েছিলেন অজিঙ্ক রাহানে। তাঁর হাতের আঙুলে সেলাইও পড়েছিল। আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেখানেও জিততেই হবে নাইট শিবিরকে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version