প্রকাশিত হলেও ছাত্রছাত্তির জীবনের সবথেকে বড় বোর্ড পরীক্ষার রেজাল্ট। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik result 2025) শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি ২০২৫। পরীক্ষা শেষের দুমাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parshad)। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। এবারেও কলকাতাকে পেছনে ফেলে মেধা তালিকায় দাপট অব্যাহত রাখল জেলা। পাশের হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে (East Midnapore), এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। কলকাতা ও পশ্চিম মেদিনীপুর তৃতীয় ও চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। এবারেও ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি। এদিন মাধ্যমিকের ফল প্রকাশের পরেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হলো। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। সফল ছাত্র-ছাত্রীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন। আশা করবো তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’

শুক্রবার সকাল ন’টায় সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) জানান, এটি জীবনের প্রথম পদক্ষেপ। আগামী জীবনে এই সাফল্য আরও এগিয়ে নিয়ে যাবে। যারা সফল হয়নি তারাও যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে সেই জন্য শুভকামনা রইল। একই সঙ্গে নির্বিঘ্নে পরীক্ষা হওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। AA গ্রেড পেয়েছে মোট ১০ হাজার ৬৫৯ জন, A+ গ্রেডের অধিকারী ২৫ হাজার ৮২০ জন এবং A গ্রেড পেয়েছে ৯১ হাজার ২৩৭ জন। ৬৯৬ পেয়ে প্রথম স্থানে রয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালদহ জেলার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। পেয়েছেন ৬৯৪। তৃতীয় স্থানে একজন— কোতুলপুর সরসবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে ৬৯৩। শুক্রবার সকাল নটার সময় মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশের পর ৯.৪৫ থেকেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল। সকাল দশটা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে দেওয়া হয়েছে মার্কশিট ও সার্টিফিকেট৷ এদিনই সার্টিফিকেট এবং মার্কশিট হাতে পেয়ে যাবেন পড়ুয়ারা।
পর্ষদের তরফে জানানো হয়েছে, কোনও পড়ুয়ার যদি উত্তরপত্র রিভিউ করার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের প্রধান শিক্ষক-শিক্ষিকার কাছে মাধ্যমিকের রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং কোন বিষয়ে সে রিভিউ করাতে চায় তা লিখে সাদা কাগজে আবেদন করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ তাদের মোট যতগুলি এ-ধরনের আবেদন জমা করবে সবগুলোকে একসঙ্গে করে পর্ষদের ওয়েবসাইটে জমা দেবে। পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে কোনওভাবেই পরীক্ষার্থীদের রিভিউর একক আবেদন সরাসরি জমা নেওয়া হবে না। স্কুলের মাধ্যমেই তা জমা করতে হবে।

–

–

–

–

–

–

–

–

–

–

–

–
–