Wednesday, August 27, 2025

জম্মু কাশ্মীরে ২২ মার্চ জঙ্গি হামলার ঘটনার আগে যেসব তথ্য হাতে আসেনি ভারতের গোয়েন্দাদের, হামলার ১০ দিন পরে সেই সব তথ্য হাতে পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সেই রিপোর্টেই জঙ্গি নেটওয়ার্ক দেখে চোখ কপালে তদন্তকারীদের। কাশ্মীর জুড়ে অন গ্রাউন্ড ওয়ার্কারদের (OGW) একটা বড় নেটওয়ার্ক তৈরি করে গোটা কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে নাশকতার ছক ছিল জঙ্গিদের, এমনটাই পেশ করা হল এনআইএ-র প্রাথমিক রিপোর্টে।

তদন্তকারী সংস্থা এনআইএ যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে সেখানেই পাকিস্তানের আইএসআই (ISI), পাক সেনা থেকে লস্কর-এ-তৈবাকে যৌথভাবে অভিযুক্ত করা হয়েছে। পহেলগাম হামলার ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে, কিভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙ্গে দিয়ে পহেলগাম পর্যন্ত পৌঁছালো জঙ্গিরা, গণহত্যা চালালো এবং নিরাপদে পালিয়ে গেল। অথচ ব্যর্থ হয়ে গেল ভারতীয় সেনা থেকে র (RAW)।

সেসব উত্তর দিতেই এনআইএ যে রিপোর্ট তৈরি করেছে তাতে উল্লেখ করা হয়েছে, কাশ্মীরজুড়ে ওজিডব্লু (OGW) নেটওয়ার্ক বিস্তার করেই এত সহজে গোটা অপারেশন শেষ করে দেশের সীমানা পার হয়ে যায় জঙ্গিরা। ইতিমধ্যেই কাশ্মীর জুড়ে যে গ্রেফতারি চলেছে তার মধ্যে অন্তত ৭৫ জন ওজিডব্লু-কে (OGW) গ্রেফতার করা হয়েছে যারা এই হামলার (Pahalgam attack) সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।

এর পাশাপাশি এনআইয়ের রিপোর্টে আইএসআই-এর (ISI) প্রত্যক্ষ যোগের উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই ২,৮০০ মানুষকে জিজ্ঞাসাবাদ এবং ১৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তদন্তকারীরা। কুপওয়ারা থেকে পুলওয়ামা, সপুর, অনন্তনাগ, বারামুলা এলাকা জুড়ে এখনও চলছে ব্যাপক তল্লাশি।

পহেলগামের বৈসারন ভ্যালিতে তল্লাশি চালিয়েই প্রায় ৪০ টি কার্তুজের খোল পেয়েছিল তদন্তকারীরা। মোবাইল টাওয়ারের ডেটা সংগ্রহ করে এনআইএ-র হাতে উঠে আসে, অন্তত তিনটি স্যাটেলাইট ফোন (satellite phone) বৈসারন উপত্যকা এলাকায় ২২ মার্চ সক্রিয় ছিল। যার মধ্যে দুটির সিগন্যাল চিহ্নিত করে তদন্ত চালাচ্ছে এনআইএ। সূত্র অনুসারে, পহেলগামে হামলা চালানোর জন্য ১৫ এপ্রিল পহেলগাম পৌঁছে গিয়েছিল জঙ্গিরা। বৈসারন উপত্যকার পাশাপাশি আরু ভ্যালি (Aru valley), বেতাব ভ্যালি (Betaab valley) এবং স্থানীয় বিনোদন পার্কেও হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। জঙ্গিদের কাছে যে রিপোর্ট ছিল সেই অনুযায়ী এইসব এলাকায় নিরাপত্তার চরম গাফিলতি ছিল। যার সুযোগ তারা নেওয়ার চেষ্টা করেছিল, এমনটাও প্রকাশিত এনআইএ-র রিপোর্টে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version