Sunday, May 4, 2025

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

Date:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। শনিবার তিনি এই চিঠিতে ওড়িশা, গুজরাত, দিল্লি ও মহারাষ্ট্র—এই চারটি রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর চলা হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চিঠিতে সামিরুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, “এই রাজ্যগুলি বিজেপি শাসিত। সেখানে বাংলার শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হচ্ছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অথচ এঁরা সবাই ভারতীয় নাগরিক, যাঁদের কাছে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে।”

বিশেষ করে ওড়িশা ও গুজরাতে এই ধরণের ঘটনার হার উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ তাঁর। এই দুই রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে দিল্লি ও মহারাষ্ট্রও। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গুজরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য—সেখানে এমন ঘটনার পুনরাবৃত্তি আরও বেশি তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, সামিরুল ইসলাম বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানের পদে রয়েছেন। তাঁর দাবি, কাজের খোঁজে দেশের নানা প্রান্তে যাওয়া শ্রমিকদের সঙ্গে এমন আচরণ অসহনীয় এবং অসাংবিধানিক। রাজ্য সরকারের তরফেও এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। এখন দেখার কেন্দ্রীয় সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখে এবং কী পদক্ষেপ নেয়।

আরও পড়ুন- আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...
Exit mobile version