Sunday, August 24, 2025

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

Date:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। শনিবার তিনি এই চিঠিতে ওড়িশা, গুজরাত, দিল্লি ও মহারাষ্ট্র—এই চারটি রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর চলা হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চিঠিতে সামিরুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, “এই রাজ্যগুলি বিজেপি শাসিত। সেখানে বাংলার শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হচ্ছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অথচ এঁরা সবাই ভারতীয় নাগরিক, যাঁদের কাছে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে।”

বিশেষ করে ওড়িশা ও গুজরাতে এই ধরণের ঘটনার হার উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ তাঁর। এই দুই রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে দিল্লি ও মহারাষ্ট্রও। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গুজরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য—সেখানে এমন ঘটনার পুনরাবৃত্তি আরও বেশি তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, সামিরুল ইসলাম বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানের পদে রয়েছেন। তাঁর দাবি, কাজের খোঁজে দেশের নানা প্রান্তে যাওয়া শ্রমিকদের সঙ্গে এমন আচরণ অসহনীয় এবং অসাংবিধানিক। রাজ্য সরকারের তরফেও এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। এখন দেখার কেন্দ্রীয় সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখে এবং কী পদক্ষেপ নেয়।

আরও পড়ুন- আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version