Saturday, November 8, 2025

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

Date:

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় (Goa’s Shirgaon temple causes stampede situation) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত থেকেই ভিড় বাড়তে থাকে, শুরু হয় হুড়োহুড়ি। শনিবার ভোরের দিকে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের চাপে পড়ে যান, এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে, সংখ্যাটা আরও বাড়তি পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত পঞ্চাশের বেশি। অসমর্থিত সূত্রের খবর শুক্রবার ভোরের দিকে আরও একজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে সেই তথ্য নিশ্চিত করা হয়নি। এত মানুষের জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন দর্শনার্থীরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Goa Police)। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত যত গভীর হয় ততই মন্দিরে ভিড় বাড়তে থাকে। স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খান। ভিড়ের মধ্যে একাংশের মানুষ নিয়ন্ত্রণ হারান। তাঁদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। কেন এই ঘটনা তা স্পষ্ট নয়। শতাব্দীপ্রাচীন এই যাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। শতাব্দী প্রাচীন এই শোভাযাত্রাগ গোয়ার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে হেঁটে যান। এটাই ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ বলে পরিচিত। শুক্রবার রাতে মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। মন্দির কর্তৃপক্ষের গাফিলতির জেরেই পদপিষ্টের ঘটনা বলে মনে করা হচ্ছে। দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। কীভাবে দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু পুলিশের।

 

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version