Thursday, August 21, 2025

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে দিয়েছেন। এক বিদেশিনীর সঙ্গেই প্রেমের সম্পর্ক বেঁধেছেন ভারতীয় ক্রিকেটের গব্বর। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। এবার গব্বর নিজেই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। আইরিশ তরুণী সোফি শাইনের(Sophie Shine) সঙ্গেই নতুন রাস্তায় চলা শুরু ধওয়ানের। যেখানে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গীনিরা সেলিব্রিটি কিংবা বিখ্যাত, ধওয়ান(Shikhar Dhawan) কিন্তু অন্য পথেই হেঁটেছেন। সোফি শাইনের সেরকম কোনও ব্যাকগ্রাউন্ডই কিন্তু নেই।

গত বছরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন শিখর ধওয়ান(Shikhar Dhawan)। তবে সেটা ছিল তাঁর ডিভোর্স নিয়ে। নানান কথাই শোনা গিয়েছিল। ধওয়ানও নানান কথা বলেছিলেন। শেষপর্যন্ত সেই সম্পর্কে ইতি টেনেছিলেন ধওয়ান ও তাঁর স্ত্রী। নতুন বছরে ফের একবার ভাইরাল শিখর ধওয়ান। এবার অবশ্য অন্য কারণ। নতুন সম্পর্কে জড়িয়েছেন গব্বর। আইরিশ তরুণী সোফি শাইনের সঙ্গে প্রেমের সম্পর্কে শিখর ধওয়ান। আর সেই থেকেই সোফি শাইনকে নিয়ে ধওয়ান ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ।

জানেন কী করেন এই সোফি শাইন। কোথায় পড়াশোনা করেছেন। এই মুহূর্তে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের সহ সভাপতির পদে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের ক্যাস্টেলরয় কলেজ থেকে পাশ করেছেন। মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিগ্রী রয়েছে লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। প্রোডাক্ট কনসালটেন্ট হিসাবেই কাজ করেন তিনি। সেই সোফির হাতই এবার ধরেছেন গব্বর। যদিও তাদের পরিচয় কীভাবে হয়েছে তা নিয়ে অবশ্য কিছু জানাননি শিখর ধওয়ান।

কিন্তু এই নতুন জুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। আইপিএলের ম্যাচ থেকে বিভিন্ন অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যাচ্ছে শিখর ধওয়ান ও সোফি শাইনকে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version