Tuesday, December 16, 2025

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য এটাই হতে চলেছে প্রথম বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠক সারবেন হোসে মোলিনা(Jose Molina)। সেখানেই নাকি নিজের তৈরি তালিকা জমা দেবেন মোহনবাগানের দ্বিমুকুট জয়ী অধিনায়ক। কাদের রাখা হবে এবং কোন বিদেশিদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।

এই মুহূর্তে মোহনবাগানের(MBSG) ওপর ফিফা(Fifa) ব্যান রয়েছে। গত সোমবারই অ্যাকাডেমিক সলিডারটির জন্য মোহনবাগান সুপারজায়ান্টের ওপর ব্যানে আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই বিষয় নিয়ে অবশ্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে মোহনবাগানের তরফে। শোনাযাচ্ছে ইতিমধ্যেই ফিফার থেকে লিঙ্ক চাওয়া হয়েছে। এর আগে মুম্বই সিটি এফসির সঙ্গেও এমনটা একবার হয়েছিল। মোহনবাগান সুপার জায়ান্টও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। লিঙ্ক এলেই পরবর্তী ধাপ সম্পূর্ণ করে ফেলবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। এই সমস্থা দ্রুত মিটে যাবে বলেই মনে করছে মোহনবাগান।

এই ব্যানের কারণে আপাতত বিদেশি ফুটবলার রেজিস্টার করতে না পারলেও, ফুটবলারের খোঁজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেমন রবসন রবিনহোকে নেওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে গতবারের দলই কার্যত ধরে রাখতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্ট। দু-একজনকে ছেড়ে দিলেও বেশিরভাগ বিদেশি থেকে দেশীয় ফুটবলারদের রাখতে চলেছে তারা।

এবারের আইএসএলে দ্বিমুকুট জিতেছে মোহনবাগান সুপারজায়ান্ট। সেই ধারাটাই যে আসন্ন মরসুমেও ধরে রাখতে মরিয়া সবুজ-মেরুন ব্রগেড, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...
Exit mobile version