Tuesday, November 4, 2025

ভারতীয় ফুটবলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন মানোলো মার্কুয়েজ

Date:

এবার কী ভারতীয় ফুটবল(Indian Football Team) দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। হঠাত্ই এমন একটা গুঞ্জন শুরু হয়েছে। শোনাযাচ্ছে ভারতীয় দলের কোচের দায়িত্বের পর থেকে নাকি সরে যেতে চাইছেন তিনি। এই বছরই এশিয়ান কাপ(Asian Cup Qualifiers) কোয়ালিফায়ারের পাশাপাশি একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলবে ভারত। তারপরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। বেশ কিছু কারণের জন্যই নাকি ঘনিষ্ঠ মহলে এমন ইচ্ছা প্রকাশ করেছেন এই স্প্যানিশ কোচ।

কয়েকদিন আগেই শেষ হয়েছে সুপার কাপে(Super Cup)। আইএসএলে(ISL) না পারলেও সেখানে চ্যাম্পিয়ন হয়েছে এফসি গোয়া। মানলো মার্কুয়েজের কোচিংয়েই চূড়ান্ত সাফল্য এসেছে গোয়ার। সেইসঙ্গেই এবারের মতো ফটবল মরসুম শেষ। একইসঙ্গে গোয়ার সঙ্গেও কার্যত চুক্তি শেষ হচ্ছে মানোলো মার্কুয়েজের(Manolo Marquez)। আগামী মে মাসে চুক্তি শেষ হবে তাঁর। এরপর থেকে শুধুমাত্র ভারতীয় দলের কোচের পদেই থাকবেন তিনি।

ঈগর স্টিমাচ যাওয়ার পরই ভারতীয় ফুটবল দলের কোচ হয়েছিলেন মানোলো মার্কুয়েজ। তবে একটি নয় জোড়া দায়িত্ব সামাল দিতে হত তাঁকে। এফসি গোয়া এবং ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে ভারতীয় দল এখনও পর্যন্ত ছটি ম্যাচ খেলেছে। সেখানে মাত্র একটি ম্যাচই হেরেছে মেন ইন ব্লুজ ব্রিগেড। তবে গোয়ার সঙ্গে আগামী ৩১ মে চুক্তি শেষ হওয়ার পর শুধুমাত্র ভারতীয় দলেরই কোচ থাকবেন তিনি।

কিন্তু মানোলো নাকি জাতীয় দলের কোচের দায়িত্বে থাকতে চাইছেন না। সরে যাওয়ার ইচ্ছাই নাকি প্রকাশও করেছেন তিনি। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারত। শোনাযাচ্ছে সেই ম্যাচের পরই এসব নিয়ে কথাবার্তা বলতে পারেন মার্কুয়েজ। শোনাযাচ্ছে ভারতীয় ফুটবল ম্যানেজমেন্টের বিভন্ন বিষয় নিয়েই বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সূত্র মারফত জানানো হয়েছে, “এখানে নানান বাধা রয়েছে। সেইসঙ্গে পরিকল্পনা হঠাত্ই মাঝপথে বদলে যায়। দলের ধারাবাহিকতা বজায় রাখাটাও একটা চ্যালেঞ্জ। যে ফুটবলাররা ক্লাব থেকে আসেন তাদের ধারাবাহিকতা বজায় রাখাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। মাঠের বাইরেও নানান সমস্যা রয়েছে”।

প্রথমবার ভারতীয় দল নিয়ে মানোলো মার্কুয়েজের হতাশা বেড়িয়ে এসেছিল বাংলারদেশের সঙ্গে শিলংয়ে ড্র করার পর। এরপর মাঝেমধ্যেই নিজের হতাশা লোকাতে ব্যর্থ হয়েছিলেন মানোলো মার্কুয়েজ। সেইসঙ্গে ভারতীয় ফুটবলের নানান ব্যযাবস্থাপনা নিয়েও বেশ বিরক্ত সুপার কাপ জয়ী কোচ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version