Thursday, November 13, 2025

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে বলা হয় কী হবে তখন। উভয় সংকটে পড়া ছাড়া তাঁর আর কোনও উপায় নেই। কারণ তাঁর মনে প্রাণে যে শুধুই মোহনবাগান। আর সেই কারণেই তো আইসিএসই-তে অঙ্ক পরীক্ষার আগেও মোহনবাগানের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সম্পূর্ণা। লিগ শিল্ড জয়ের মুহূর্তটা যে তাঁর কাছে বড্ড প্রিয়। সেই সম্পূর্ণাকেই এদিন মোহনবাগান তাঁবুতে সংবর্ধনা দেওয়া হল। ৯৯.৬ পার্সেন্ট নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সম্পূর্ণা(Sampurna Sinha)।

দেশে আইসিএসই-তে তৃতীয় হয়েছে এই কিশোরী। মোহনবাগানও(Mohunbagan) যেমন সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে পৌঁছেছে। তার ভক্তও সাফল্যের শীর্ষে। পরীক্ষার সময় ম্যাচ দেখতে মাঠে যাওয়া, এমনটা এখনও অনেকেই ভাবতে পারে না। কিন্তু সম্পূর্ণার(Sampurna Sinha) ছিল অগাধ আত্মবিশ্বাস। সে তো বলেই ফেলল প্রিয় ক্লাবের লিগ শিল্ডে জয়ের মুহূর্ত যদি পরীক্ষার জন্য দেখতেই না আসতে পারি, তাহলে সারা বছর কী পড়াশোনা করলাম। বাবা-মায়ের থেকেও পেয়েছেন সবসময় সমর্থণ। আর হ্যাঁ, আরেকজন কিন্তু সম্পূর্ণার কাছে সবচেয়ে প্রিয়। সে হল তাঁর “চিংড়ি দেবতা”। এমন সমর্থক খুঁজে পাওয়াটাও কিন্তু গর্বের ব্যাপার। ক্লাব তাঁবুতে তাঁর হাতে এদিন সংবর্ধনা তুলে দেওয়ার পাশাপাশি উঠল মিষ্টির হাঁড়ি, পুস্প স্তবক সহ মোহনবাগানের ডায়ারি।

সম্পূর্ণার বক্তব্য, “আমার বাবা-মা সবসময় সমর্থন করে। যদি সারা বছর পড়াশোনা করি, তাহলে পরীক্ষার আগের দিন কী করলাম সেটার সেভাবে কোনও গুরুত্ব থাকে না। বাবা-মা কিছু বলে না। তবে দাদু দিদা মাঝে মধ্যে একটু বলে। আমিও সবসময় বলি লিগ শিল্ড তো বছরে একবারই আসে। সারা জীবনটাই তো পরীক্ষা। সে তো বারবারই আসবে। আমার কাছে পরীক্ষার থেকেও বেশি দুশ্চিন্তা থাকে মোহনবাগানের ম্যাচ থেকে”।

আইসিএসই-তে তৃতীয় হয়েছে সে। আগামী দিনে কী নিয়ে পড়তে চায় সম্পূর্ণা। সেই নিয়েও পরিকল্পনা জানালো এই কিশোরী। আগামী দিনে তাঁর স্পোর্টন মেডিসিন কিংবা স্পোর্টস সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চায় সে।

মেয়ে তৃতীয় হয়েছে। বাবাও কিন্তু পিছিয়ে নেই। কথায় কথায় জানা গেল ১৯৯৫ সাবে মাধ্যমিকে প্রথম হয়েছিলেন সম্পূর্ণার বাবা সুপ্রিয় সিনহা। তিনিও কিন্তু আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক। সেবার তাঁর বাড়িতে মিষ্টি পৌঁছেছিল মোহনবাগানের তরফে। এবার তাঁর মেয়েকে ক্লাব তাঁবুতে সংবর্ধনা দিল মোহনবাগান। তিনি গর্বিত। মোহনবাগান সমর্থক হওয়ার পাশাপাশি সুপ্রিয় সিনহা আবার পিয়ারলেসের কর্তাও।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version