Wednesday, August 27, 2025

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

Date:

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। পহেলগাম কাণ্ডের (Pahelgam Incident) পর থেকে ক্রমাগত উত্তেজনার পরিস্থিতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়। যেকোনও মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মাঝেই পাকিস্তানি সেনার একনাগাড়ে গুলি চালানোর ঘটনায় ভারতীয় জওয়ানদের ব্যতিব্যস্ত করে রাখার পাক কৌশলের কথাই বলছে ওয়াকিবহাল মহল। ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, সোমবার (৫ মে) রাতে কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দেরবনি এবং আখনুরে ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে।

পহেলগামের ঘটনার দুদিন পর অর্থাৎ গত ২৪ এপ্রিল থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান (Pakistan)। গত কয়েকদিনে কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফের দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভূস্বর্গে তন্ন তন্ন করে হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে। এই আবহে সন্ত্রাসবাদীদের নিজেদের আস্তানায় ফেরাতে এভাবে গোলাগুলি করে ভারতকে ব্যস্ত রাখতে চাইছে পাকিস্তান, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গত ১২ দিনে পুঞ্চ , কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জবাব দেওয়ার পাশাপাশি সতর্ক রয়েছে ভারতীয় সেনা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version