Tuesday, May 6, 2025

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

Date:

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। পহেলগাম কাণ্ডের (Pahelgam Incident) পর থেকে ক্রমাগত উত্তেজনার পরিস্থিতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়। যেকোনও মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মাঝেই পাকিস্তানি সেনার একনাগাড়ে গুলি চালানোর ঘটনায় ভারতীয় জওয়ানদের ব্যতিব্যস্ত করে রাখার পাক কৌশলের কথাই বলছে ওয়াকিবহাল মহল। ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, সোমবার (৫ মে) রাতে কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দেরবনি এবং আখনুরে ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে।

পহেলগামের ঘটনার দুদিন পর অর্থাৎ গত ২৪ এপ্রিল থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান (Pakistan)। গত কয়েকদিনে কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফের দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভূস্বর্গে তন্ন তন্ন করে হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে। এই আবহে সন্ত্রাসবাদীদের নিজেদের আস্তানায় ফেরাতে এভাবে গোলাগুলি করে ভারতকে ব্যস্ত রাখতে চাইছে পাকিস্তান, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গত ১২ দিনে পুঞ্চ , কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জবাব দেওয়ার পাশাপাশি সতর্ক রয়েছে ভারতীয় সেনা।

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...
Exit mobile version