Saturday, August 23, 2025

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

Date:

জম্মু-কাশ্মীরে (J & K) যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মেন্ধার যাওয়ার পথে পুঞ্চ জেলার খোর ধারায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় বাসটি (Bus accident in Poonch today)।ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ড্রাইভারের ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে প্রাথমিক অনুমান। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে দেখা হচ্ছে। উদ্ধারকাজে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয়রাও হাত লাগান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট গুরুতর। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে বেশ কয়েকটি বাস দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ এর এই পুঞ্চ জেলাতেই একটি গাড়ি ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। পাঁচ জওয়ান নিহত হয়েছিলেন। এরপর চলতি বছরের গোড়াতেই কিস্তওয়াড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন যাত্রীকে নিয়ে গভীর খাদে পড়ে গিয়েছিল একটি গাড়ি। চারজনের মৃত্যুর খবর মিলেছিল।গত মার্চে একইভাবে ট্রাক খাদে পড়ে মৃত্যু হয়েছিল বিএসএফের তিন জওয়ানের। এমনকি গত রবিবার ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে যাওয়া ভারতীয় জওয়ানদের গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয় তিন সেনার। এই ঘটনার দুদিন যেতে না যেতেই ফের বাস দুর্ঘটনা ভূস্বর্গে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version