Friday, November 14, 2025

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

Date:

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির টাকা। সূত্রের খবর, প্রথম ধাপে সেই সব উপভোক্তাদের অর্থ ছাড়া হবে যাঁদের বাড়ির নির্মাণ কাজ লিনটেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। এই তালিকায় রয়েছেন প্রায় আট লক্ষ উপভোক্তা।

অর্থ দফতর জানিয়েছে, এই পর্বে প্রায় ৪৮০০ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। প্রতিটি উপভোক্তা পাচ্ছেন ১ লক্ষ ২০ হাজার টাকা। যার প্রথম কিস্তি হিসাবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ১২ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রাজ্য সরকারের জারি করা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’-এ বলা হয়েছে, লিনটেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ হলেই মিলবে দ্বিতীয় কিস্তি। এই শর্ত পূরণ করতে পেরেছেন প্রায় আট লক্ষ উপভোক্তা। তবে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার উপভোক্তা কাজ শুরুই করতে পারেননি। বাকিদের নির্মাণ কাজ শুরু হলেও তা এখনও নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়নি। পঞ্চায়েত দফতরকে বাকি উপভোক্তাদের কাজ দ্রুত শেষ করতে তদারকি বাড়াতে বলা হয়েছে। দফতর সূত্রের খবর, মে মাসের মধ্যেই বাকিদেরও দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়াও, মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তাঁদের জন্য প্রথম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মে মাসেই ১২ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আমরা সেই নির্দেশ কার্যকর করতে বদ্ধপরিকর। নজরদারি জোরদার করা হয়েছে, মে মাসেই এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।”

আরও পড়ুন- শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version