Sunday, November 2, 2025

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

Date:

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায় ভারত। এবার প্রত্যাঘাত ফিরিয়ে দিতে জাতীয় নিরাপত্তা পরিষদের (NSC) সঙ্গে প্রায় দুঘণ্টার বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। পাক সেনাকে প্রত্যাঘাতের নির্দেশ দেওয়া হল সেই বৈঠকে। অন্য়দিকে জঙ্গিদের সাধারণ মানুষের তকমা দিতে জাতীয় পতাকায় মুড়ে দফন করা হয় পাকিস্তানে।

বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকে বসে পাকিস্তানের ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিল (NSC)। প্রায় দুঘণ্টা চলে এই বৈঠক। সেখানে দাবি করা ছয়টি জায়গায় ভারত হামলা চালায়। অশ্চর্যজনকভাবে সেখানেও মৃতের সংখ্যা স্পষ্ট করেনি পাকিস্তান। অর্থাৎ মৃতদের পরিচয় প্রকাশে হোঁচট খাচ্ছেন খোদ পাক প্রধানমন্ত্রীই।

পাশাপাশি সেই বৈঠকে সিন্ধু জল চুক্তির (Indus Water Treaty) অবমাননা করে ভারতের তরফ থেকে জল বন্ধ করে দেওয়ারও আশঙ্কা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক আইনে ভারতের হামলার ঘটনায় যুদ্ধ জিগিরের অভিযোগ তোলা হয়। আবার পাকিস্তানের তরফ থেকে আলাদাভাবে গোটা পরিস্থিতির বর্ণনা করা হয় চিনের (China) কাছে। সেখান থেকেও পাকিস্তানের সাহায্যের প্রত্যাশা যে রয়েছে, তা এই পদক্ষেপে স্পষ্ট।

এই বৈঠকে প্রধানমন্ত্রী শরিফ (Shahbaz Sharif) সেনাবাহিনীকে ভারতের হামলার প্রত্যুত্তর দেওয়ার জন্য সব রকম মুক্তহস্ত দিয়েছে। ইতিমধ্যেই ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান হামলা চালানো শুরু করেছে। যার প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনা।

অন্যদিকে পাক জঙ্গি মাসুদ আজহার (Masood Azhar) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় তার পরিবারের ১০ সদস্য এই হামলায় নিহত হয়েছে। তিনি কোনও কারণে সেই মসজিদে না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। মৃতদের মধ্যে ৫টি শিশু রয়েছে বলে দাবি মাসুদের। এছাড়াও চার পরিচারকেরও মৃত্যু হয়েছে। এছাড়াও বিলাল জঙ্গি ঘাঁটির প্রধান নেতা ইয়াকুব মুঘলেরও মৃত্যু হয় এই হামলায়।

আশ্চর্যজনকভাবে পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন হওয়ার ছবি জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগকে প্রমাণ করে। এই জঙ্গি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অন্তিম কাজে দেখা যায় পাকিস্তানের সেনা, আইএসআই কর্তাদের উপস্থিতি। তাঁরাই দাঁড়িয়ে থেকে সেই অন্তিম কাজ সম্পন্ন করে। লস্করের অন্যতম নেতা হাফিজ আব্দুর রউফকে দেখা যায় সেই শেষকৃত্যে প্রধান ভূমিকা নিতে।

Related articles

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...
Exit mobile version