কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরেই রাজ্যবাসীর জন্য মমতার বার্তা, এখন অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা প্ররোচনায় পা দেবেন না।সব সময় নজর রাখব। কোনও ভুয়ো খবর না ছড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারও কোনও খবর দেওয়ার থাকলে সরকারি হেল্প লাইনে জানানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বারবার আতঙ্কিত না হওয়ার এবং আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। বলেন, এটা বিভেদের সময় নয়। সবাই আমরা দেশের পক্ষে। মমতা জানান, সকলের সঙ্গে সকলের যোগাযোগ থাকবে। তবে, চিন্তা করার কোনও কারণ ঘটেনি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা-প্ররোচনায় পা দেবেন না। মমতার কথায়, এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সব খবর বিশ্বাস করার দরকার নেই।

মুখ্যমন্ত্রী জানান, যারা বিভ্রান্তি মূলক খবর ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গাইডলাইন জারি হয়েছে। মমতার কথায়, এটা টিআরপি বাড়ানোর লড়াই নয়, দেশের জন্য লড়াই করার সময়। সবাই সাধারণ নাগরিকের দ্বায়িত্ব পালন করব। ভিজিল্যান্স থাকবে। সবাইকে সতর্ক করা হয়েছে। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক থাকবে। পাবলিক ইনফর্মেশন এর জন্য একটা নম্বর চালু হবে। এই সুযোগে যাতে কৃষিপণ্যের দাম না বাড়ানো হয়, সেদিকে নজর রাখা হবে। বৃহস্পতিবার এই বিষয়ে বৈঠক হবে। এটা গোপানীয়তার সময়।

spot_img

Related articles

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...

প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, ভাইফোঁটার সকালে মিলল যুবকের দেহ

প্রতিমা বিসর্জনে গিয়ে আর ঘরে ফেরেনি যুবক। দেহ (dead body) উদ্ধার হল ভাইফোঁটার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪...

দমদমে বন্ধুকে পেট্রোল দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ!

কালীপুজোর প্রতিমা নিরঞ্জন (Kalipuja Immersion) সেরে ফেরার পথে বন্ধুদের মধ্যে বচসা থেকে খুনের চেষ্টা, মারাত্মক অভিযোগ উঠছে দমদমের...