Sunday, May 11, 2025

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরেই রাজ্যবাসীর জন্য মমতার বার্তা, এখন অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা প্ররোচনায় পা দেবেন না।সব সময় নজর রাখব। কোনও ভুয়ো খবর না ছড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারও কোনও খবর দেওয়ার থাকলে সরকারি হেল্প লাইনে জানানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বারবার আতঙ্কিত না হওয়ার এবং আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। বলেন, এটা বিভেদের সময় নয়। সবাই আমরা দেশের পক্ষে। মমতা জানান, সকলের সঙ্গে সকলের যোগাযোগ থাকবে। তবে, চিন্তা করার কোনও কারণ ঘটেনি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা-প্ররোচনায় পা দেবেন না। মমতার কথায়, এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সব খবর বিশ্বাস করার দরকার নেই।

মুখ্যমন্ত্রী জানান, যারা বিভ্রান্তি মূলক খবর ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গাইডলাইন জারি হয়েছে। মমতার কথায়, এটা টিআরপি বাড়ানোর লড়াই নয়, দেশের জন্য লড়াই করার সময়। সবাই সাধারণ নাগরিকের দ্বায়িত্ব পালন করব। ভিজিল্যান্স থাকবে। সবাইকে সতর্ক করা হয়েছে। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক থাকবে। পাবলিক ইনফর্মেশন এর জন্য একটা নম্বর চালু হবে। এই সুযোগে যাতে কৃষিপণ্যের দাম না বাড়ানো হয়, সেদিকে নজর রাখা হবে। বৃহস্পতিবার এই বিষয়ে বৈঠক হবে। এটা গোপানীয়তার সময়।

Related articles

পরিস্থিতি যুদ্ধের থেকে কম নয়: প্রত্যাঘাতের ইঙ্গিত দিয়ে বার্তা তিন সেনাপ্রধানের

দেশের সেনার কাজ শান্তি বজায় রাখা। সেই প্রক্রিয়ায় কেউ অশান্তির চেষ্টা করলে ভারতীয় সেনা কীভাবে জবাব দেবে স্পষ্ট...

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...
Exit mobile version