শেষ পোপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই নতুন পোপ নির্বাচন করা হয় ভ্যাটিকান সিটিতে। অত্যন্ত গোপনীয়তা মেনে নির্বাচন করা হয় পরবর্তী পোপ। তবে প্রথম দফায় রোমান ক্যাথলিক গির্জার প্রধান নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন কার্ডিনালরা। কনক্লেভে ভোটের পর সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে।

বিশ্বের ১৩৩ জন কার্ডিনালের উপস্থিতিতে শুরু হয়েছে এই গোপন কনক্লেভ। ঐতিহ্য অনুযায়ী, একজন প্রার্থীকে অন্তত ৮৯টি ভোট পেতে হবে পোপ নির্বাচিত হতে। তবে প্রথম দিনে সেই সমর্থন পাননি কেউ।

ভ্যাটিকানে এই নির্বাচন প্রক্রিয়া চলে চূড়ান্ত গোপনীয়তার মধ্যে। আলোচনার সময় কার্ডিনালরা চ্যাপেলেই অবস্থান করেন। নির্বাচনের দিন সেন্ট পিটার্স স্কয়ারে ভিড় জমান কয়েক হাজার মানুষ। ৭০০ বছরের পুরনো এই ঐতিহ্য অনুযায়ী, সাদা ধোঁয়া দেখলেই বোঝা যাবে নতুন পোপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আপাতত বৃহস্পতিবার ফের ভোট হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – মুরগির দাম কমাতে বাজারে হাঁসের মাংস বিক্রিতে জোর মুখ্যমন্ত্রীর

_
_

_

_

_

_


_

_

_

_

_