Friday, May 9, 2025

পরিস্থিতি দেখে পাকিস্তান ছাড়তে চাইছেন ইংল্যান্ড ক্রিকেটাররা

Date:

পিএসএল(PSL) ছেড়ে এবার দেশে ফিরতে চাইছেন দুই ব্রিটিশ ক্রিকেটার(England Cricketer)। অপারেশন সিন্দুর(Operation Sindur) হওয়ার পর থেকেই ভারত-পাক(IND-PAK) অবস্থার আরও অবনতি হয়েছে। পাকিস্তানের মাটিতে থাকা আর নিরাপদ বলে মনে করতে পারছেনা বিদেশি ক্রিকেটাররা। এই মুহূর্তে সাতজন ইংল্যান্ডের ক্রিকেটার(England Cricketers) পাকিস্তানে রয়েছে। সকলেই এই মুহূর্তে পাকস্তান ছাড়তে চাইছেন। তার মধ্যে দুজন ব্রিটিশ ক্রিকেটারদের নামই উঠে এসেছে। শোনাযাচ্ছে ক্রিস জর্ডন(Chris Jordan) এবং ডেভিড উইলি(Dvid Willey) নাকি তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিকে।

এই মুহূর্তে ভারতে চলছে আইপিএল(IPL)। সেইসঙ্গেই পাকিস্তানেও চলছে পিএসএল(PSL)। কিন্তু বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের পর এবার আর পাকিস্তানে থাকতে চাইছেন না ব্রিটিশ ক্রিকেটাররা। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গত বুধবার নাকি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তারা তাদের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক সেরেছে। সেই ইমার্জেন্সি বৈঠকে নাকি পাকিস্তানের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের পরই রাওয়ালপিন্ডিতে পিএসএলের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে আরও একটা ম্যাচ নাকি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদৌ পিএসএল এই মরসুমে আর হবে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়ছে জোর জল্পনা। এমন পরিস্থিতিতেই ডেভিড উইলি এবং ক্রিস জর্ডন তাদের ফ্র্যাঞ্চাইজির কাছে এই অনুরোধ জানিয়েছেন।

তারা দুজনই মুলতান সুলতান্সের হয়ে খেলেন। তাদের দলের যেহেতু আর প্লেঅফে যাওয়ার কোনও রকম সম্ভাবনা নেই সেই কারণেই তাদের যেন ছেড়ে দেওয়া হয় এমনই অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে স্যাম বিলিংস, জেমস ভিন্স এবং টম কারানদের মতো তারকা ক্রিকেটাররা।

Related articles

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে...
Exit mobile version