পেহেলগাম হামলার জেরে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে তৈরি হওয়া যুদ্ধসদৃশ পরিস্থিতিতে কলকাতা পুরসভা জারি করল কড়া নির্দেশিকা। অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে সব কর্মীর ছুটি। বাড়ানো হয়েছে নজরদারি, তৈরি রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী ও জরুরি পরিষেবা।

সূত্রের খবর, শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ছুটি মিলবে। পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগকে ২৪ ঘণ্টা সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত রাতের দিকে নজরদারি জোরদার করতে হবে।

টালা ট্যাঙ্ক-সহ সমস্ত জলাধার ও স্থাপত্যে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি জলাধার দিনে ও রাতে সর্বক্ষণ প্রস্তুত রাখতে হবে। ত্রিপল, শুকনো খাবার, চাল-ডালসহ ত্রাণ সামগ্রী মজুত রাখতে বলা হয়েছে।
পুরসভার কন্ট্রোল রুম চালু থাকবে ২৪ ঘণ্টা। উচ্চপদস্থ আধিকারিকদের মোবাইল বন্ধ না করার নির্দেশও দেওয়া হয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। পুরসভার প্রতিটি বিভাগীয় প্রধান ইতিমধ্যেই এই নির্দেশিকা পেয়েছেন বলে সূত্রের দাবি।

আরও পড়ুন – কালো ধোঁয়া সিস্টিন চ্যাপেলে! প্রথমদফায় সম্পূর্ণ হল না পোপ নির্বাচন
_

_

_

_

_


_

_

_

_

_