Friday, December 26, 2025

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

Date:

Share post:

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে বাংলার নেতারা কতটা জল মেশান! বুধবার সল্টলেকের একটি হোটেলে বিজেপির বর্ধিত সাংগঠনিক বৈঠক হয়। সেখানে বাংলার নেতাদের ধুয়ে দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। কোর কমিটির বৈঠকে অবশ্য ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাতে অবশ্য তাঁর কোনও সমস্যা নেই। খোশ মেজাজই এদিন সন্ধেয় ইডেনে আইপিএলের ম্যাচ দেখলেন দিলীপ।

এদিন রুদ্ধদ্বার বৈঠকের শুরুতে বুথ ও মণ্ডল সংগঠন ও সেখানে কমিটি কতটা হয়েছে তা নিয়ে রিপোর্ট দেন জেলা সভাপতিরা। অনেকেই বলতে থাকেন, বুথ বা মণ্ডল কমিটি হয়েছে। বনসল এরপর সরাসরি প্রশ্ন করেন, সত্যি বলুন তো এই রিপোর্টে কত জল মেশানো আছে? আদৌ কোনও কমিটি হয়েছে? প্রায় দশজন উঠে বলেন, কমিটি হয়েছে। বনসল বাকিদের উদ্দেশ্যে বলেন, তাহলে বাকিরা মিথ্যা কথা বলছেন।

এরপরেই বঙ্গ বিজেপির নেতাদের তীব্র কটাক্ষ করে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মন্তব্য করেন, বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট হয় না। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে বাংলার নেতারা কতটা জল মেশান। বাংলার বিজেপির নীচুতলার সংগঠনের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বনসল। তাঁর কথায়, “দলে কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেগুলিকে নিয়ে বিচলিত হবেন না। শীর্ষ নেতৃত্বকে সম্মান দিতে শেখুন। অনেকে বিভিন্ন মন্তব্য করছেন, যেটা দলের পক্ষে ক্ষতিকর হচ্ছে।” নাম না করে দিলীপের বিরুদ্ধে কটূক্তি করাকেই বনসল উল্লেখ করেছেন বলে মত রাজনৈতিক মহলের।

বিজেপি সূত্রে খবর, পায়ের তলায় যে মাটি নেই এদিন রুদ্ধদ্বার বৈঠকে সেকথা স্বীকার করে নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতি আক্ষেপের তিনি সুরে বলেন, রাস্তায় কর্মসূচি হলে দেড়শোর বেশি লোক হয় না। আশি শতাংশ বুথে আদৌ কি কমিটি আছে? সবই তো ফোনে ফোনে। বুথ কমিটির সদস্য কারা সেটা দেখুন, সামনে বসে চেক করুন- জেলা নেতৃত্বের উদ্দেশ্যে বলেন শুভেন্দু।

সুকান্ত মজুমদার বলেন, পহেলগামে জঙ্গি হানার পরে ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে। বৃহস্পতিবার প্রতি মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রার্থনা করা হবে।

সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ২৬-এর ভোটে বিজেপি লড়বে- জানান বনসল। তবে দিলীপ ঘোষের নাম করেননি। তাহলে কি আগামী বিধানসভা ভোট পর্যন্ত সুকান্ত মজুমদারই রাজ্য সভাপতি? জল্পনা চলছে।

এদিন কোর কমিটির বৈঠক হলেও সেখানে ডাকা হয়নি দিলীপ ঘোষকে। তবে সেটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত দেখায়নি দিলীপকে। সন্ধেয় ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে গিয়েছেন তিনি। ভারতীয় সেনার প্রত্যাঘাতের বিষয়ে জানান, এটা শুধু ট্রেলার। পুরো ফিল্ম এখনও বাকি আছে।

আরও পড়ুন – যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...