Friday, May 9, 2025

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক—সব স্তরের স্কুলই আগামী ২ জুন, সোমবার থেকে খুলবে।

ইতিপূর্বে সূচি ছিল ১৩ মে প্রাথমিক ও ২৪ মে মাধ্যমিক পর্যায়ের শ্রেণি পঠন শুরু করার। কিন্তু টানা তাপপ্রবাহ ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ছুটি বাড়ানোর ইঙ্গিত দেন। পরে দফতরের বিজ্ঞপ্তিতে তা সরকারি রূপ পায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘গরমের জন্য সরকারি স্কুলগুলিকে আমরা ছুটি দিয়েছি। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও অনুরোধ, এই সময়টায় স্কুল বন্ধ রাখুন। লিখিত গাইডলাইন পাঠাচ্ছি না—এটা আমাদের অনুরোধ।’ এই সিদ্ধান্তের ফলে দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি মহকুমার বিদ্যালয়গুলিও গরমের ছুটি পাচ্ছে—যা আগে সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রযোজ্য ছিল না।

বিদ্যালয় কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা হওয়ার আগে শ্রেণিকক্ষ ভেন্টিলেশনের ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। জরুরি প্রয়োজনে মিড–ডে মিলের সময়ও বদল করা যেতে পারে। সরকারি নির্দেশ সরাসরি না থাকলেও, মুখ্যমন্ত্রীর আবেদন সমর্থন করে বেশ কিছু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ইতিমধ্যেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, পরিপত্র জারি না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন- নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে...
Exit mobile version