ভারত -পাকিস্তান সংঘর্ষের আবহে জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কী হতে চলেছে আইপিএল-এর (IPL 2025) ভবিষ্যৎ, সিদ্ধান্ত হবে শুক্রবার। বৃহস্পতিবার ধরমশালায় মাঝপথে বাতিল করে দেওয়া হয় পঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ (PBKS vs DC)। প্রাথমিকভাবে ফ্লাড লাইটের সমস্যার কথা বলা হলেও অসমর্থিত সূত্রে জানা যায়, খেলার চলার মাঝেই জম্মুতে আকাশপথে পাকিস্তানের আক্রমণের (Pakistan attack in Jammu) খবর পাওয়ার পরই আইপিএল কর্তারা ম্যাচ বাতিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। কারণ পাঠানকোট থেকে স্টেডিয়ামের দূরত্ব খুব একটা বেশি ছিল না। এই আবহে প্লেয়ার এবং দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচ বাতিল করা হয়। শ্রেয়স -রাহুলদের উনা থেকে বন্দেভারত ট্রেনে করে দিল্লি ফেরানোর ব্যবস্থা করে বোর্ড। আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা হওয়ার কথা রয়েছে। কিন্তু দেশে যখন আপৎকালীন পরিস্থিতির আশঙ্কা তখন কি আদৌ আইপিএলের মতো বিনোদনমূলক ক্রীড়া ইভেন্ট চালানো সম্ভব। সূত্রের খবর, কেন্দ্রের সঙ্গে কথা বলার পর শুক্রবারেই টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারিত হবে।
বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) জানিয়েছেন, আগামী দিনের পরিস্থিতি বুঝে প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই ১১ মে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ ধরমশালা থেকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। কিন্তু হামলার আবহে গুজরাট কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। বিমানবন্দর বন্ধ থাকায় পঞ্জাবকে সম্ভবত সড়কপথে আহমেদাবাদে যেতে হবে। দলকে ট্রেনেও পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে। দিল্লিকেও সড়কপথে নিজেদের শহরে ফিরতে হবে। তবে এখনও চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে আইপিএলে পরবর্তী ম্যাচগুলো হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এক্ষেত্রে টুর্নামেন্ট পুরোপুরি বাতিল হবে নাকি আপাতত স্থগিত করে পরবর্তীতে বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই সবকিছুর উত্তর মিলতে অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী ঘোষণা পর্যন্ত।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–