সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

Date:

Share post:

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন, জুলাই ও অগাস্টের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে*। রবিবার জরুরি ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি, সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, সব জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। প্রশাসনিক সূত্রে খবর, আগামী তিন মাসের রেশনের বরাদ্দ তিনটি পর্যায়ে জেলাগুলিতে পাঠানো হবে। জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমও (Narayan Swarup Nigam)।

শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকের পরেই এদিন সকালে জরুরি বৈঠক ডাকেন মনোজ পন্থ (Manoj Panth)। সেই বৈঠক থেকেই প্রতিটি জেলায় খাদ্যশস্য মজুদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্স চালুর সিদ্ধান্তও হয়েছে।

সীমান্তবর্তী জেলাগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়, অরণ্য বা দুর্গম অঞ্চল ঘেরা সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং উত্তরবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ নজর রাখার কথাও বলা হয়েছে।

পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতে এদিন জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। জেলা প্রশাসনের সঙ্গে তিনি হাসপাতালের শয্যা সংখ্যা, অ্যাম্বুল্যান্স ও অন্যান্য পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিকেলে স্বাস্থ্য দফতরের পদস্থকর্তাদের সঙ্গে আরেক দফা বৈঠক করেন তিনি। সেখানে জরুরি ভিত্তিতে বিভিন্ন পরিকাঠামো প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...