আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

Date:

Share post:

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তবে ২৫ নয় আইপিএল(Ipl) শেষ হতে পারে ৩০ মে। একটি সর্বভারতীয় সংস্থার খবর অনুযায়ী বোর্ড(bcci) সূত্র থেকে নাকি এমনটাই জানানো হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে আইপিএল। তবে সংঘর্ষ বিরতির পরই কার্যত আইপিএল শুরু করা নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই।  ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলোকে ফিরে আসার বার্তাও দিয়ে দিয়েছে বোর্ড।

পঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আইপিএল নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। ধরমশালায় সেই ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ২৪ ঘন্টার মধ্যেই বৈঠকে বসে  আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। এরপর পরিস্থিতির দিকে নজর রাখার কথাই বলা হয়েছিল বোর্ড কর্তাদের তরফে।

এরপরই বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছিল। আইপিএলের ফের শুরু হওয়া নিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছিল। অবশেষে খানিকটা স্বস্তি। শোনাযাচ্ছে আগামী ১৬ কিংবা ১৭ মে থেকে ফের শুরু হয়ে যেতে পারে আইপিএল। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আগামী ১৩ মে-র মধ্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে ফেরার কথা বলা হয়েছে।

অর্থাৎ আইপিএল যে ফের শুরু হতে চলেছে, বোর্ডের এই ইঙ্গিত থেকেই তা স্পষ্ট ছিল। অপেক্ষাটা ছিল শুধু দিন ঘোষণার। বোর্ডের এক সূত্র থেকে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেই দিনও জানিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আগামী ১৬ মে ধরেই এগোচ্ছে বিসিসিআই। একান্তই যদি সেদিন না হয় তবে ১৭ মে থেকে শুরু হবে আইপিএলের বাকি ম্যাচ গুলো। তবে সূচী খানিকটা বদলাতে পারে। প্রতিযোগিতা শেষের দিনও ২৫ মে-র পরিবর্তে হতে চলেছেন ৩০ মে।

spot_img

Related articles

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল...

বামা কালীর নাচে মুগ্ধ শাহরুখের কেকেআর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাইটদের

দীপাবলির আলো ঝলমলে উৎসবের মেজাজের শেষে প্রতিমা নিরঞ্জনেও উজ্জ্বল নদিয়ার শান্তিপুর (Shantipur, Nadia)। প্রতিবছরের মতো এবারও নৃত্যরত বামা...