Sunday, December 7, 2025

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

Date:

Share post:

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তবে ২৫ নয় আইপিএল(Ipl) শেষ হতে পারে ৩০ মে। একটি সর্বভারতীয় সংস্থার খবর অনুযায়ী বোর্ড(bcci) সূত্র থেকে নাকি এমনটাই জানানো হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে আইপিএল। তবে সংঘর্ষ বিরতির পরই কার্যত আইপিএল শুরু করা নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই।  ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলোকে ফিরে আসার বার্তাও দিয়ে দিয়েছে বোর্ড।

পঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আইপিএল নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। ধরমশালায় সেই ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ২৪ ঘন্টার মধ্যেই বৈঠকে বসে  আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। এরপর পরিস্থিতির দিকে নজর রাখার কথাই বলা হয়েছিল বোর্ড কর্তাদের তরফে।

এরপরই বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছিল। আইপিএলের ফের শুরু হওয়া নিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছিল। অবশেষে খানিকটা স্বস্তি। শোনাযাচ্ছে আগামী ১৬ কিংবা ১৭ মে থেকে ফের শুরু হয়ে যেতে পারে আইপিএল। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আগামী ১৩ মে-র মধ্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে ফেরার কথা বলা হয়েছে।

অর্থাৎ আইপিএল যে ফের শুরু হতে চলেছে, বোর্ডের এই ইঙ্গিত থেকেই তা স্পষ্ট ছিল। অপেক্ষাটা ছিল শুধু দিন ঘোষণার। বোর্ডের এক সূত্র থেকে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেই দিনও জানিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আগামী ১৬ মে ধরেই এগোচ্ছে বিসিসিআই। একান্তই যদি সেদিন না হয় তবে ১৭ মে থেকে শুরু হবে আইপিএলের বাকি ম্যাচ গুলো। তবে সূচী খানিকটা বদলাতে পারে। প্রতিযোগিতা শেষের দিনও ২৫ মে-র পরিবর্তে হতে চলেছেন ৩০ মে।

spot_img

Related articles

মানবিকতা উঠে গেছে বলেই বামেরাও উঠে গেছে! তোপ কল্যাণের

ফের একবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩২ হাজারের শিক্ষক নিয়োগের রায় বহাল থাকা...

ঘুম হচ্ছে না সোনালির, পাশে দাঁড়াতে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব

সুস্থভাবে ফিরে এসেছেন দেশে। প্রশাসনিক তৎপরতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সোনালি খাতুনের (Sunali Khatun)।...

কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী: সোমে বৈঠক, মঙ্গলবার জনসভা

রাজ্যের বিভিন্ন অংশে চলা অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক এবং বিজেপির বাংলাবিদ্বেষী অবস্থানের মাঝে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী...

গাড়ির ধাক্কা! কুনো-র নিখোঁজ চিতা শাবকের মর্মান্তিক মৃত্যু

ফের প্রশ্নের মুখে মধ্যপ্রদেশে চিতাপালন। একদিকে নজরদারি, অন্যদিকে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠল গত বছর মার্চ মাসে জন্মানো...