Wednesday, May 14, 2025

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

Date:

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। শোনাাযাচ্ছে টেস্ট(Test) থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করে নাকি বোর্ডকেও জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমন পরিস্থিতিই নাকি আসরে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। শোনাযাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে কোনও একজন প্রভাবশালী ক্রিকেটারের ওপরই নাকি বিরাটকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সেই ব্যক্তি কে তাঁর পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে। রোহিত শর্মা অবসর ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। এরপর বিরাট কোহলির(Virat Kohli) অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ। শোনাযাচ্ছে নাকি বোর্ড নাকি চাইছে না বিরাট কোহলি অবসর না নেয়। তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই মরিয়া চেষ্টায় নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর সেই জন্যই দায়িত্ব নাকি উঠেছে এক প্রশাবশালী প্রাক্তন ক্রিকেটারের ওপর।

এরপর থেকেই সেই ক্রিকেটারের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কী বিরাট কোহলিকে বোঝানোর দায়িত্ব উঠেছে সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) ওপর। নাম শোনা গেলেও বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্য মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষপর্যন্ত বিরাট কোহলি অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা সেটা তো সময়ই বলবে।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার সঙ্গেই সেই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। এরপরই বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়েছে এমন জল্পনা। তিনিও নাকি টেস্ট থেকে সরে যেতে চাইছেন। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ। আগামী জুন মাস থেকে সেই সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলিকে ভীষণভাবে চাইছে বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই...

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৪ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল...
Exit mobile version