Thursday, August 21, 2025

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

Date:

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। শোনাাযাচ্ছে টেস্ট(Test) থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করে নাকি বোর্ডকেও জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমন পরিস্থিতিই নাকি আসরে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। শোনাযাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে কোনও একজন প্রভাবশালী ক্রিকেটারের ওপরই নাকি বিরাটকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সেই ব্যক্তি কে তাঁর পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে। রোহিত শর্মা অবসর ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। এরপর বিরাট কোহলির(Virat Kohli) অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ। শোনাযাচ্ছে নাকি বোর্ড নাকি চাইছে না বিরাট কোহলি অবসর না নেয়। তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই মরিয়া চেষ্টায় নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর সেই জন্যই দায়িত্ব নাকি উঠেছে এক প্রশাবশালী প্রাক্তন ক্রিকেটারের ওপর।

এরপর থেকেই সেই ক্রিকেটারের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কী বিরাট কোহলিকে বোঝানোর দায়িত্ব উঠেছে সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) ওপর। নাম শোনা গেলেও বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্য মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষপর্যন্ত বিরাট কোহলি অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা সেটা তো সময়ই বলবে।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার সঙ্গেই সেই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। এরপরই বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়েছে এমন জল্পনা। তিনিও নাকি টেস্ট থেকে সরে যেতে চাইছেন। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ। আগামী জুন মাস থেকে সেই সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলিকে ভীষণভাবে চাইছে বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version