Saturday, November 8, 2025

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

Date:

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও মহিলা। গুরুতর আহত ১১ জনকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ(Draupadi Murmu)।

পুলিশের সূত্রে খবর, রায়পুর জেলার চাউতদ গ্রাম থেকে একদল গ্রামবাসী বাঁশরী গ্রামে গিয়েছিলেন অনুষ্ঠানে যোগ দিতে। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার রাতে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন। রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁও গ্রামের কাছে এসে ট্রাকের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নজন মহিলা, দুই তরুণী, এক তরুণ এবং ৬মাস বয়সী একটি শিশু রয়েছে। জেলা শাসক জানান, কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সেটা এখনও স্পষ্ট নয়। আহতদের ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের ভীমরাও আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও একটি গাড়ির ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাতের যাত্রায় কোনও গাড়ির চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টিও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমিধ্যেই একটি মামলা দায়ের করেছে এবং সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাষ্ট্রপতি। লেখেন, “ছত্তিশগড়ের রায়পুরে এক পথদুর্ঘটনায় শিশু ও মহিলা-সহ বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।“

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version