Monday, May 12, 2025

দল খুঁজছেন দিমিত্রি দিয়ামন্তাকস, ওড়িশা থেকে রয়েছে প্রস্তাব

Date:

নতুন মরসুমের দল গোছাকে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। সেখানেই এবার দিমিত্রি দিয়ামন্তাকসকে(Dimitri Diamantakos) দেখতে না পাওয়া গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সবকিছু ঠিকঠাক চললে ইস্টবেঙ্গল ছাড়ছেব দিমিত্রি দিয়ামন্তাকস(Dimitri Diamantakos)। শোনাযাচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে তাঁর। সেখানেই নাকি দল খুঁজে নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএলের(ISL) একটি ক্লাবের পাশাপাশি বাইরে থেকেও নাকি প্রস্তাব রয়েছে দিমিত্রি দিয়ামন্তাকসের কাছে।

সদ্য শেষ হওয়া মরসুমে ইস্টবেঙ্গলের(Eastbengal) জার্সিতে নামলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি দিমিত্রি দিয়ামন্তাকস। কেরালা ব্লাস্টার্স থেকে তাঁকে বিরাট অঙ্কে নিয়ে আসা হলেও একেবারেই সফল হননি দমিত্রি। আইএসএলের মাঝপথ থেকেই দিমিত্রিকে নিয়ে ক্ষোভ দেখাতে শুরু করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। সেইসঙ্গে প্রাক্তনরাও তাঁকে নিয়ে নানান প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

বিশেষ করে দিমিত্রির চোট নিয়ে আসা নিয়েও উঠতে শুরু করেছিল বহু প্রশ্ন। গতবারের সর্বোচ্চ গোলদাতা হলেও এবার সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। মরসুম শেষ হতেই তাঁকে ছেড়ে দেওয়ার নিয়ে কথা হতে শুরু করেছিল। কার্যত এবার সেটাই হতে চলেছে। মাধি তালাল বাদে কোনও বিদেশিদেরই নাকি রাখবে না ইস্টবেঙ্গল। ইতিমধ্যে দিমিত্রি দিয়ামন্তাকস দল খুঁজতে শুরু করে দিয়েছেন।
শোনাযাচ্ছে আইএসএলের ওড়িশা এফসির তরফে নাকি দিমিত্রির কাছে প্রস্তাব রয়েছে। শুধুমাত্র তাই নয় নরওয়ের একটি ক্লাবের তরফেও তাঁর সঙ্গে কথাবার্তা চলছে। দিমিত্রি দিয়ামন্তাকসকে যে ইস্টবেঙ্গলের জার্সিতে দেখার সম্ভাবনা কার্যত নেই তা বলাই যায়।

Related articles

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...
Exit mobile version