Tuesday, November 11, 2025

প্রথম দল হিসাবে প্রস্তুতি শুরু করে দিল গুজরাট টাইটান্স!

Date:

সম্ভবত আগামী ১৬ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল(IPL)। তারই প্রস্তুতিতে প্রথম দল হিসাবে নেমে পড়ল গুজরাট টাইটান্স(Gujarat Titans)। শুভমন গিল(Shubman Gill) সহ কাগিসো রাবাডা(Kagiso Rabada), শারফেন রাবদারফোর্ডদের মতো বিদেশি ক্রিকোটাররাও যোগ দিয়েছেন গুজরাটের অনুশীলনে। যেই সময়ই আইপএল শুরু হোক না কেন, এখন থেকেই নিজেদের প্রস্তুত রাখতে চাইছে গুজরাট টাইটান্স(Gujarat Titans)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রয়েছে আইপিএল। তবে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই আইপিএল শুরু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(IPL)।

ভারত-পাক(ind-pak) অশান্তির দেরে মাধপথেই আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই(BCCI)। এরপরই দেশীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও বাড়ি ফিরে যাওয়ারই নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ফিরে গিয়েছেন তাদের দেশে। আইপিএল শুরু হলেও তারা ফিরে আসার সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়শা। এমন পরিস্থিতির মাঝেই প্রথম দল হিসাবে প্রস্তুতি শুরু করে দিল শুভমন গলের গুজরাট টাইটান্স।

এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। আইপিএল শুরু হলে যাতে কোনওরকম সমস্যায় তারা না পড়ে সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুভমন গিল অ্যান্ড কো-এর তরফে। গত রবিবার থেকে মাঠে নেমে পড়েছেন এবারের আইপিএলের এখনও পর্যন্ত ফাস্ট বয়রা।

ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ক্রিকেটারদের ডাকা এবং নিজেদের ভেন্যুতে আসারই বার্তা দেওয়া হয়েছে বোর্ডের তরফে। তবে পঞ্জাূ কিংসের জন্য অবশ্য আলাদা ভেন্যুই ব্যবস্থা হতে চলেছে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version