Sunday, November 2, 2025

চিনের ৮১-র পাল্টা ভারতের ১০! দেশের রক্ষায় স্যাটেলাইটের তথ্য পেশ ISRO-র

Date:

সম্প্রতি ভারত-পাক সংঘাতের পরিবেশে বারবার আলোচিত হয়েছে চিনের (China) ভূমিকা। এই সংঘাত চিনকে সামরিক গোয়েন্দা তথ্য পৌঁছে দিতে সাহায্য করছে, এমনটাও দাবি করেছেন কূটনীতিকরা। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তায় নিযুক্ত স্যাটেলাইটের (Satellite) সংখ্যা প্রকাশ করলেন ইসরো (ISRO) প্রধান ভি নারায়ণন। জানালেন অন্তত ১০টি স্যাটেলাইট প্রতিমুহূর্তে ভারতের নিরাপত্তায় কাজ করছে।

সম্প্রতি রয়টার্স প্রকাশিত একটি খবরে ইংল্যান্ডের একটি গবেষণা সূত্রে জানানো হয় সামরিক বাহিনীর ইলেকট্রনিক্স ও সিগনাল বিষয়ে নজর রাখতে ৮১ টি স্যাটেলাইট (satellite) ব্যবহার করছে চিন (China)। এছাড়াও অন্যান্য ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য চীন বরাদ্দ করেছে ১১৫ টি স্যাটেলাইট। সংখ্যায় ভারতের স্যাটেলাইট অনেকটা কম হলেও নিরাপত্তায় যে ইসরোর (ISRO) তৈরি স্যাটেলাইট নিযুক্ত রয়েছে সেই দাবী করলেন ইসরো চেয়ারম্যান।

মনিপুরের সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সমাবর্তনে যোগ দিয়ে ইসরো চেয়ারম্যান নারায়ণন জানান কূটনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তায় প্রতি মুহূর্তে অন্তত ১০টি স্যাটেলাইট (satellite) কাজ করছে।

সেই সঙ্গে ভারতের প্রতিবেশী দেশগুলি যে নিরাপদ নয় তারই ইঙ্গিত ইসরো (ISRO) চেয়ারম্যান নারায়ণনের কথায়। তিনি উল্লেখ করেন, আপনারা সকলেই আমাদের প্রতিবেশীদের সম্পর্কে জানেন। সে ক্ষেত্রে আমাদের দেশের নাগরিকদের নিরাপদ রাখতে স্যাটেলাইটের সাহায্য নিতেই হয় আমাদের। ৭ হাজার কিলোমিটার সমুদ্রতট রক্ষা করতে হয়। সমগ্র উত্তর দিকের সীমান্তকেও সবসময় নজরে রাখতে হয়। স্যাটেলাইট বা ড্রোন প্রযুক্তি ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভবই নয়।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version