Wednesday, August 20, 2025

চিনের ৮১-র পাল্টা ভারতের ১০! দেশের রক্ষায় স্যাটেলাইটের তথ্য পেশ ISRO-র

Date:

সম্প্রতি ভারত-পাক সংঘাতের পরিবেশে বারবার আলোচিত হয়েছে চিনের (China) ভূমিকা। এই সংঘাত চিনকে সামরিক গোয়েন্দা তথ্য পৌঁছে দিতে সাহায্য করছে, এমনটাও দাবি করেছেন কূটনীতিকরা। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তায় নিযুক্ত স্যাটেলাইটের (Satellite) সংখ্যা প্রকাশ করলেন ইসরো (ISRO) প্রধান ভি নারায়ণন। জানালেন অন্তত ১০টি স্যাটেলাইট প্রতিমুহূর্তে ভারতের নিরাপত্তায় কাজ করছে।

সম্প্রতি রয়টার্স প্রকাশিত একটি খবরে ইংল্যান্ডের একটি গবেষণা সূত্রে জানানো হয় সামরিক বাহিনীর ইলেকট্রনিক্স ও সিগনাল বিষয়ে নজর রাখতে ৮১ টি স্যাটেলাইট (satellite) ব্যবহার করছে চিন (China)। এছাড়াও অন্যান্য ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য চীন বরাদ্দ করেছে ১১৫ টি স্যাটেলাইট। সংখ্যায় ভারতের স্যাটেলাইট অনেকটা কম হলেও নিরাপত্তায় যে ইসরোর (ISRO) তৈরি স্যাটেলাইট নিযুক্ত রয়েছে সেই দাবী করলেন ইসরো চেয়ারম্যান।

মনিপুরের সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সমাবর্তনে যোগ দিয়ে ইসরো চেয়ারম্যান নারায়ণন জানান কূটনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তায় প্রতি মুহূর্তে অন্তত ১০টি স্যাটেলাইট (satellite) কাজ করছে।

সেই সঙ্গে ভারতের প্রতিবেশী দেশগুলি যে নিরাপদ নয় তারই ইঙ্গিত ইসরো (ISRO) চেয়ারম্যান নারায়ণনের কথায়। তিনি উল্লেখ করেন, আপনারা সকলেই আমাদের প্রতিবেশীদের সম্পর্কে জানেন। সে ক্ষেত্রে আমাদের দেশের নাগরিকদের নিরাপদ রাখতে স্যাটেলাইটের সাহায্য নিতেই হয় আমাদের। ৭ হাজার কিলোমিটার সমুদ্রতট রক্ষা করতে হয়। সমগ্র উত্তর দিকের সীমান্তকেও সবসময় নজরে রাখতে হয়। স্যাটেলাইট বা ড্রোন প্রযুক্তি ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভবই নয়।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version