Wednesday, August 27, 2025

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

Date:

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে অভিযান চালান টাস্কফোর্সের সদস্যরা।

এইদিন তাঁরা কলকাতার উল্টোডাঙা পাইকারি বাজার পরিদর্শন করেন। শাকসবজি, চাল, মাছ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখেন তাঁরা। ক্রেতাদের সঙ্গে কথা বলেন সদস্যরা। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, পাইকারি বাজারে আপাতত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিককালে চালের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিলেও এখন তা স্থিতিশীল। কোনও ক্রেতা এখনও পর্যন্ত অভিযোগ করেননি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এখন থেকে প্রতিদিনই কলকাতা ও জেলার বাজারগুলিতে নজরদারি চালাবেন টাস্কফোর্সের সদস্যরা। যুদ্ধের আবহে কোনও অসাধু চক্র যেন কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি ঘটাতে না পারে, তা কঠোরভাবে দেখা হবে।

সোমবার উল্টোডাঙা বাজারে বিভিন্ন জিনিসপত্রের দর ছিল নিম্নরূপ:

• আলু: ২০-২৫ টাকা প্রতি কেজি

• পিঁয়াজ: ২৫-৩০ টাকা

• রসুন ও আদা: ১০০ টাকা

• টমেটো: ৩০ টাকা

• পটল: ২০ টাকা

• বেগুন: ৮০ টাকা

• উচ্ছে: ৬০ টাকা

• ঢেঁড়স: ৫০ টাকা

• রুই মাছ: ১৫০ টাকা

• কাতলা মাছ: ২০০ টাকা

• ইলিশ মাছ: ৮০০-১২০০ টাকা

• গলদা চিংড়ি: ১২০০-১৪০০ টাকা

• মুরগির ডিম: ৬ টাকা, হাঁসের ডিম: ১২ টাকা প্রতি পিস

রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজারে স্বাভাবিকতা বজায় রাখতে প্রশাসনের এই পদক্ষেপ স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন – ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version