Sunday, November 2, 2025

আপাতত শুল্ক যুদ্ধে (tariff war) ইতি টানার চেষ্টার আমেরিকা ও চিন। এই যুদ্ধ যে দুই দেশের অর্থনীতিকে ভালো দিকে নিয়ে যাবে না, তা বুঝেই কার্যত পিছু হঠার সিদ্ধান্ত। আর দুই দেশ ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধ থামানোর কথা ঘোষণা করতেই বাড়ল আমেরিকান ডলার (Dollar) ও চিনের ইউয়ানের (Yuan) দাম। ইতিবাচক প্রভাব দুই দেশের শেয়ার বাজারেই।

প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া সব শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। এপ্রিল মাসের শুরুতে চিনের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগে থেকেই ফেনটানিল শুল্ক ছিল চিনের উপর ২০ শতাংশ। ফলে মোট শুল্ক দাঁড়িয়েছিল ১৪৫ শতাংশ। চিনও দমে না গিয়ে পাল্টা আমেরিকার পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিল।

রবিবার একটি বৈঠকে দুদেশের প্রতিনিধিরা সিদ্ধান্ত  নেন, শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া শুল্ক প্রত্যাহার করা হবে। উভয় পক্ষই ১০ শতাংশ শুল্ক লাগু করার পক্ষে মত দেয়। সেক্ষেত্রে চিনে আমদানি হওয়া মার্কিন দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক। এবং আমেরিকায় আমদানি হওয়া চিনের দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক (tariff)। আগে যুক্ত থাকা ফেনটানিল শুল্ক যুক্ত হয়ে চিনা সামগ্রীতে মোট ৩০ শতাংশ শুল্ক লাগু হয়। এই সিদ্ধান্ত আগামী ৯০ দিনের জন্য নির্ধারিত বলে জানানো হয়।

দুই দেশের বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সোমবার চাঙ্গা দুই দেশের শেয়ার বাজার। ব্লুমবার্গ ডলার ইনডেক্সে বিশ্ব বাজারে ডলারের দাম ১.৫ শতাংশ বাড়তে দেখা যায়। সোমবার ডলারের নিরিখে বাড়তে দেখা যায় চিনের ইউয়ানকেও। শুক্রবারের ৭.২৪ থেকে ইউয়ানের দাম কমে ৭.১৯ হয়ে যায়।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version