Monday, May 12, 2025

আপাতত শুল্ক যুদ্ধে (tariff war) ইতি টানার চেষ্টার আমেরিকা ও চিন। এই যুদ্ধ যে দুই দেশের অর্থনীতিকে ভালো দিকে নিয়ে যাবে না, তা বুঝেই কার্যত পিছু হঠার সিদ্ধান্ত। আর দুই দেশ ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধ থামানোর কথা ঘোষণা করতেই বাড়ল আমেরিকান ডলার (Dollar) ও চিনের ইউয়ানের (Yuan) দাম। ইতিবাচক প্রভাব দুই দেশের শেয়ার বাজারেই।

প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া সব শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। এপ্রিল মাসের শুরুতে চিনের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগে থেকেই ফেনটানিল শুল্ক ছিল চিনের উপর ২০ শতাংশ। ফলে মোট শুল্ক দাঁড়িয়েছিল ১৪৫ শতাংশ। চিনও দমে না গিয়ে পাল্টা আমেরিকার পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিল।

রবিবার একটি বৈঠকে দুদেশের প্রতিনিধিরা সিদ্ধান্ত  নেন, শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া শুল্ক প্রত্যাহার করা হবে। উভয় পক্ষই ১০ শতাংশ শুল্ক লাগু করার পক্ষে মত দেয়। সেক্ষেত্রে চিনে আমদানি হওয়া মার্কিন দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক। এবং আমেরিকায় আমদানি হওয়া চিনের দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক (tariff)। আগে যুক্ত থাকা ফেনটানিল শুল্ক যুক্ত হয়ে চিনা সামগ্রীতে মোট ৩০ শতাংশ শুল্ক লাগু হয়। এই সিদ্ধান্ত আগামী ৯০ দিনের জন্য নির্ধারিত বলে জানানো হয়।

দুই দেশের বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সোমবার চাঙ্গা দুই দেশের শেয়ার বাজার। ব্লুমবার্গ ডলার ইনডেক্সে বিশ্ব বাজারে ডলারের দাম ১.৫ শতাংশ বাড়তে দেখা যায়। সোমবার ডলারের নিরিখে বাড়তে দেখা যায় চিনের ইউয়ানকেও। শুক্রবারের ৭.২৪ থেকে ইউয়ানের দাম কমে ৭.১৯ হয়ে যায়।

Related articles

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...

গম্ভীর-বিবাদেই বিরাট সিদ্ধান্ত!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক,...
Exit mobile version