Sunday, November 9, 2025

আপাতত শুল্ক যুদ্ধে (tariff war) ইতি টানার চেষ্টার আমেরিকা ও চিন। এই যুদ্ধ যে দুই দেশের অর্থনীতিকে ভালো দিকে নিয়ে যাবে না, তা বুঝেই কার্যত পিছু হঠার সিদ্ধান্ত। আর দুই দেশ ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধ থামানোর কথা ঘোষণা করতেই বাড়ল আমেরিকান ডলার (Dollar) ও চিনের ইউয়ানের (Yuan) দাম। ইতিবাচক প্রভাব দুই দেশের শেয়ার বাজারেই।

প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া সব শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। এপ্রিল মাসের শুরুতে চিনের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগে থেকেই ফেনটানিল শুল্ক ছিল চিনের উপর ২০ শতাংশ। ফলে মোট শুল্ক দাঁড়িয়েছিল ১৪৫ শতাংশ। চিনও দমে না গিয়ে পাল্টা আমেরিকার পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছিল।

রবিবার একটি বৈঠকে দুদেশের প্রতিনিধিরা সিদ্ধান্ত  নেন, শুল্ক যুদ্ধের শুরুতে লাগু হওয়া শুল্ক প্রত্যাহার করা হবে। উভয় পক্ষই ১০ শতাংশ শুল্ক লাগু করার পক্ষে মত দেয়। সেক্ষেত্রে চিনে আমদানি হওয়া মার্কিন দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক। এবং আমেরিকায় আমদানি হওয়া চিনের দ্রব্যের উপর লাগু হল ১০ শতাংশ শুল্ক (tariff)। আগে যুক্ত থাকা ফেনটানিল শুল্ক যুক্ত হয়ে চিনা সামগ্রীতে মোট ৩০ শতাংশ শুল্ক লাগু হয়। এই সিদ্ধান্ত আগামী ৯০ দিনের জন্য নির্ধারিত বলে জানানো হয়।

দুই দেশের বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সোমবার চাঙ্গা দুই দেশের শেয়ার বাজার। ব্লুমবার্গ ডলার ইনডেক্সে বিশ্ব বাজারে ডলারের দাম ১.৫ শতাংশ বাড়তে দেখা যায়। সোমবার ডলারের নিরিখে বাড়তে দেখা যায় চিনের ইউয়ানকেও। শুক্রবারের ৭.২৪ থেকে ইউয়ানের দাম কমে ৭.১৯ হয়ে যায়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version