Tuesday, May 13, 2025

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের রহস্যমৃত্যু!

Date:

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের (Pritam) রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে শাপুরজি আবাসনের ই ব্লক ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয় প্রথমে নিয়ে যাওয়া হয় নিউটাউনের (Newtown) বেসরকারি হাসপাতালে সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা দেখা যাচ্ছে। অতিরিক্ত মাদক সেবকের ফলেই মৃত্যু বলে সূত্রের খবর। আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পরেই সঠিক কারণ জানা যাবে। তবে, রিঙ্কু মজুমদার (Rinku Majumder)-সহ বাড়ির অন্যান্য সদস্যদের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বছর ছাব্বিশের প্রীতম সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। মা রিঙ্কু বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিয়ে করার পরে সাপুরজি আবাসনে একাই থাকতেন সৃঞ্জয় ওরফে প্রীতম। এদিন সকাল সাতটা নাগাদ ওই আবাসনেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। রিঙ্কু মজুমদারের বিয়ের সময়ই তাঁর ছেলে প্রীতমের কথা সামনে আসে। সেই সময়ে মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তবে, জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ছুটিতে বেড়াতে যাওয়ায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। শোনা গিয়েছিল, প্রীতমেরও বিয়ের ঠিক হয়ে আছে। কিন্তু তার পর এদিন তাঁর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, সোমবার রাতে আবাসনে বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন প্রীতম। ড্রাগ ওভারডোজে মৃত্যু হতে পারে বলে অনুমান।

Related articles

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে...

মাকে খুনের অভিযোগে বাবা ও দাদার বিরুদ্ধে! অভিযোগ শিশুকন্যার 

নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। সোমবার রাতে মা সুলেখা জয়সওয়ালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও পুত্রের বিরুদ্ধে খুনের...
Exit mobile version