Wednesday, May 14, 2025

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে সরে গেলেন অ্যান্ডি মারে(Andy Murray)। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এবারের ফরাসি ওপেন শুরু। কিন্তু খারাপ পারফরম্যান্সের কথা বলেই এবার অ্যান্ডি মারেকে কোচ হিসাবে নিযুক্ত করেছিলেন নোভাক জকোভিচ। তা নিয়ে টেনিস মহলে বেশ শোরগোলও পড়ে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র ছয় মাসেই মোহভঙ্গ। সোশ্যাল মিডিয়ায় জোকার বার্তা দিলেও, আসল কারণ খারাপ পারফরম্যান্সের জন্যই শোনাযাচ্ছে।

২০২৪ সালের নভেম্বরে অ্যান্ডি মারেকে কোচ করে নিয়ে আসেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। একসময় প্রতিদ্বন্দ্বী হলেও এই মারের ওপরই কোচিংয়ের ভরসা রেখেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেই জুটি বেশিদিন চললনা। বিশেষ করে সম্প্রতি জোকারের খারাপ পারফরম্যান্সের কারণেই নাকি কোচের সঙ্গে সমস্যা শুরু হয়েছিল। এরপরই দুজনের মধ্যে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেন নোভাক জকোভিচ।

জকোভিচ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “শেষ ছয় মাসে তোমার সঙ্গে নানান মজার মুহূর্তের পাশাপাশি তোমার কঠোর পরিশ্রমের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমাদের দুজনের বন্ধুত্বটা আমি সত্যিই অত্যন্ত উপভোগ করেছি”।

অস্ট্রেলিয়া ওপেন থেকেই অ্যান্ডি মারের সঙ্গে কাজ করা শুরু করেন নোভাক জকোভিচ। কিন্তু সেখানে একেবারেই কাঙ্খিত ফল করতে পারেননি জোকার। শুধু তাই নয় পরবর্তী কয়েকটি প্রতিযোগিতাতেও ব্যর্থ হয়েছিলেন নোভাক জকোভিচ। মঙ্গলবার একটি স্টেটমেন্ট জারি করেই অ্যান্ডি মারের(Andy Murray) সঙ্গে সম্পর্কের ইতির কথা ঘোষণা করেন জকোভিচ।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version