Friday, November 7, 2025

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের রহস্যমৃত্যু!

Date:

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের (Pritam) রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে শাপুরজি আবাসনের ই ব্লক ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয় প্রথমে নিয়ে যাওয়া হয় নিউটাউনের (Newtown) বেসরকারি হাসপাতালে সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা দেখা যাচ্ছে। অতিরিক্ত মাদক সেবকের ফলেই মৃত্যু বলে সূত্রের খবর। আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পরেই সঠিক কারণ জানা যাবে। তবে, রিঙ্কু মজুমদার (Rinku Majumder)-সহ বাড়ির অন্যান্য সদস্যদের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বছর ছাব্বিশের প্রীতম সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। মা রিঙ্কু বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিয়ে করার পরে সাপুরজি আবাসনে একাই থাকতেন সৃঞ্জয় ওরফে প্রীতম। এদিন সকাল সাতটা নাগাদ ওই আবাসনেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। রিঙ্কু মজুমদারের বিয়ের সময়ই তাঁর ছেলে প্রীতমের কথা সামনে আসে। সেই সময়ে মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তবে, জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ছুটিতে বেড়াতে যাওয়ায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। শোনা গিয়েছিল, প্রীতমেরও বিয়ের ঠিক হয়ে আছে। কিন্তু তার পর এদিন তাঁর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, সোমবার রাতে আবাসনে বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন প্রীতম। ড্রাগ ওভারডোজে মৃত্যু হতে পারে বলে অনুমান।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version