Friday, November 14, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

Date:

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ শরনদীপ সিং(Sharandeep Singh)। কারণ বিরাট কোহলি(Virat Kohli) ইংল্যান্ড সিরিজ(England Test Series) নিয়ে তাঁকে অন্য কথাই বলেছিলেন। এরপরই বিরাটের এমনভাবে অবসরটা যেন ঠিক মেলাতে পারছেন না দিল্লির এই কোচ। যদিও নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তা নিয়ে অবশ্য মুখ খোলেননি শরনদীপ সিং(Sharandeep Singh)। কিন্তু বিরাটের সিদ্ধান্তে অন্যদের থেকে একটু বেশিই যেন অবাক হয়েছেন তিনি।

বিরাট কোহলি(Virat Kohli) টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই একজনের নাম সবচেয়ে বেশি উঠে আসছেন। তিনি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। শোনাযাচ্ছে তাঁর সঙ্গে নাকি দুরত্ব বেড়েছিল। তবে কী শুধু গম্ভীরই নাকি বোর্ডের থেকেও দুরত্ব বেড়েছিল বিরাটের। অন্তত শরনদীপ সিংয়ের(Sharandeep Singh) কথা শোনার পর সেইসহ প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। গৌতম গম্ভীর বিজেপির সাংসদ। সূত্রের খবর তাঁকে নাকি দল চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ অধিকার দেওয়া আছে। আর তাতেই কী গম্ভীর নিজের মতোন করে চালাচ্ছেন সবকিছু?

সূত্রের খবর অনুযায়ী গম্ভীরকে(Gautam Gambhir) নাকি এই বিষয়ে বোর্ডের তরফেও কোনওরকম বাধা দেওয়ার প্রশ্ন নেই। তবে কী বিরাটের অবসরের পিছনে গম্ভীরের জেদই কাজ করেছে। এমন সম্ভাবনা কিন্তু অনেকেই উড়িয়ে দিতে পারছেন না। আরও বেশি জোরালো হচ্ছে বিশেষ করে শরনদীপ সিংয়ের মন্তব্যগুলো সামনে আসার পর। কারণ তাঁকে নাকি বিরাট কোহলি বলেছিলেন ইংল্যান্ডের মাটিতে দু থেকে তিনটি সেঞ্চুরি করতে চান। কিন্তু সেই বিরাটই হঠাৎ টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন।

শরনদীপ সিং(Sharandeep Singh) জানিয়েছিলেন, “আমি বিরাটকে জিজ্ঞাসা করেছিলাম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে কাউন্টি ক্রিকেট খেলবে কিনা। তখন ও আমাকে বলেছিল আমি ইন্ডিয়া-এ দলের হয়ে খেলতে চাই। ইন্ডিয়া-এ দলের হয়ে দুটো ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেব। ইংল্যান্ডে আমি তিন থেকে চারটে সেঞ্চুরি করতে চাই। দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে এটা আমার দায়িত্ব”।

এমন কথা বলার পরেও বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এরপর সকলের সন্দেহ জাগাটাই স্বাভাবিক। বিশেষ করে বারবার গৌতম গম্ভীরের কথাই উঠে আসছে সকলের মুখে। কারণ কয়েকদিন আগে সূত্র মারফত জানা গিয়েছিল,একজন বোর্ড কর্তাও এমনই একটা দাবি করেছিলেন। শোনা গিয়েছিল বিরাট কোহলি নাকি ফের টেস্টে অধিনায়ক হতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও বাধ সেধেছিলেন গম্ভীর।

বিরাটের অবসররের পর থেকে এখন বিতর্ক তুঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...
Exit mobile version