Friday, November 14, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

Date:

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ শরনদীপ সিং(Sharandeep Singh)। কারণ বিরাট কোহলি(Virat Kohli) ইংল্যান্ড সিরিজ(England Test Series) নিয়ে তাঁকে অন্য কথাই বলেছিলেন। এরপরই বিরাটের এমনভাবে অবসরটা যেন ঠিক মেলাতে পারছেন না দিল্লির এই কোচ। যদিও নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তা নিয়ে অবশ্য মুখ খোলেননি শরনদীপ সিং(Sharandeep Singh)। কিন্তু বিরাটের সিদ্ধান্তে অন্যদের থেকে একটু বেশিই যেন অবাক হয়েছেন তিনি।

বিরাট কোহলি(Virat Kohli) টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই একজনের নাম সবচেয়ে বেশি উঠে আসছেন। তিনি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। শোনাযাচ্ছে তাঁর সঙ্গে নাকি দুরত্ব বেড়েছিল। তবে কী শুধু গম্ভীরই নাকি বোর্ডের থেকেও দুরত্ব বেড়েছিল বিরাটের। অন্তত শরনদীপ সিংয়ের(Sharandeep Singh) কথা শোনার পর সেইসহ প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। গৌতম গম্ভীর বিজেপির সাংসদ। সূত্রের খবর তাঁকে নাকি দল চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ অধিকার দেওয়া আছে। আর তাতেই কী গম্ভীর নিজের মতোন করে চালাচ্ছেন সবকিছু?

সূত্রের খবর অনুযায়ী গম্ভীরকে(Gautam Gambhir) নাকি এই বিষয়ে বোর্ডের তরফেও কোনওরকম বাধা দেওয়ার প্রশ্ন নেই। তবে কী বিরাটের অবসরের পিছনে গম্ভীরের জেদই কাজ করেছে। এমন সম্ভাবনা কিন্তু অনেকেই উড়িয়ে দিতে পারছেন না। আরও বেশি জোরালো হচ্ছে বিশেষ করে শরনদীপ সিংয়ের মন্তব্যগুলো সামনে আসার পর। কারণ তাঁকে নাকি বিরাট কোহলি বলেছিলেন ইংল্যান্ডের মাটিতে দু থেকে তিনটি সেঞ্চুরি করতে চান। কিন্তু সেই বিরাটই হঠাৎ টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন।

শরনদীপ সিং(Sharandeep Singh) জানিয়েছিলেন, “আমি বিরাটকে জিজ্ঞাসা করেছিলাম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে কাউন্টি ক্রিকেট খেলবে কিনা। তখন ও আমাকে বলেছিল আমি ইন্ডিয়া-এ দলের হয়ে খেলতে চাই। ইন্ডিয়া-এ দলের হয়ে দুটো ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেব। ইংল্যান্ডে আমি তিন থেকে চারটে সেঞ্চুরি করতে চাই। দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে এটা আমার দায়িত্ব”।

এমন কথা বলার পরেও বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এরপর সকলের সন্দেহ জাগাটাই স্বাভাবিক। বিশেষ করে বারবার গৌতম গম্ভীরের কথাই উঠে আসছে সকলের মুখে। কারণ কয়েকদিন আগে সূত্র মারফত জানা গিয়েছিল,একজন বোর্ড কর্তাও এমনই একটা দাবি করেছিলেন। শোনা গিয়েছিল বিরাট কোহলি নাকি ফের টেস্টে অধিনায়ক হতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও বাধ সেধেছিলেন গম্ভীর।

বিরাটের অবসররের পর থেকে এখন বিতর্ক তুঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version