Thursday, August 21, 2025

অবসর নেওয়ার একদিন পরেই বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি(Virat Kohli)। গত সোমবার টেস্ট ক্রিকেট(Test Cricket) থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর অবসর নিয়ে এই ক্রিকেট মহলে হৈচৈ চলছে। সেই পরিস্থিতিতেই সবকিছু থেকে দূরে বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দজীর আশ্রমে বিরুস্কা(Virushka)। বরাবরই কঠিন সময়ে এই আশ্রমে যেতে দেখা গিয়েছে বিরাট কোহলি(Virat Kohli)। আবারও সেখানেই গেলেন বিরাট কোহলি। প্রেমানন্দজীর আশ্রমেই কাটালেন দীর্ঘক্ষণ সময়।

গত সোমবার সোশ্যাল মিডিয়াতে আবাগতাড়িত বার্তা দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার। সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানন প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটারদের। বিরাট কোহলির এই সিদ্ধান্তে মন ভেঙেছে তাঁর অগুন্তী ভক্তদেরও। কিন্তু বিরাট কোহলি(Virat Kohli) অবশ্য এসব থেকে খানিকটা দূরেই এখন থাকতে চাইছেন। সেই কারণেই বৃন্দাবনে পৌঁছে গিয়েছেন বিরুস্কা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল।

এর আগেও বৃন্দাবনে এই আশ্রমে বারবার যেতে দেখা গিয়েছে বিরাট কোহলি। যখনই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি তখনই ছুটে গিয়েছেন প্রেমানন্দজীর এই আশ্রমে। টেস্ট ক্রিকেটে যখন সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় বেশ কয়েকবার এই আশ্রমে যেতে দেখা গিয়েছিল বিরাট কোহলি ও অনুস্কা শর্মাকে। সেখানে গিয়েই বোধহয় খানিকটা মনকে শান্ত করতে চান ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার।

বুধবার ফের একবার সেখানে সস্ত্রীক বিরাট। দীর্ঘক্ষণ সময় কাটান বৃন্দাবনে প্রেমানন্দজীর এই আশ্রমে। বিরাটের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version