শিল্পোন্নয়নের জোয়ার! নিউটাউনে ২৫ একর জমিতে ‘বিশ্বঅঙ্গন’, রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেই রাজ্যে বিনিয়োগের বিপুল প্রস্তাব এসেছিল। কার্যকরের পথে আরও একধাপ এগোল রাজ্য সরকার। বুধবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরাট ঘোষণা করেন। তিনি জানান, পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক শিল্পসংস্থাগুলিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের প্রশাসনির প্রধান জানান, হিডকোর সঙ্গে PPP মডেলে নিউটাউনে (New Town) প্রায় ২৫ একর জমিতে ইনফরমেশন-টেকনোলজি-এন্টারটেনমেন্ট-কালচারাল পার্ক করবে রাজ্য। একই সঙ্গে রাজ্যের ২৩টি জেলায় সরকারি শপিংমল তৈরি হচ্ছে। তার মধ্যে বেশ কিছু কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে।

এদিন মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে রাজ্যের শিল্পোন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়ায় (Purulia) রঘুনাথপুর যেখানে জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছে সরকার, সেখানে সেখানে ১০টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। বিভিন্ন কোম্পানিকে প্লট বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫১৫ একর জমিতে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট হবে। বেশিরভাগ স্টিল ইন্ডাস্ট্রি হবে। ২৫ হাজার কোটির বেশি বিনিয়োগ হচ্ছে। ৭০ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে।

আগে জেলায় জেলায় রাজ্য সরকারের বিগ বাজারের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিনে তিনি জানান, ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে এদিন মোট ৪৩ টি মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি অনুমোদন করা হয়েছে। সবই এগুলি জেলায় জেলায় হবে। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ।  এর ফলে জেলায় জেলায় কর্মসংস্থান হবে। মমতা বলেন, “বলেছিলাম ২৩টা জেলায় সেলফ হেল্প গ্রুপের কাজ বিক্রি করার জন্য। ২৩ জেলায় শপিং মলে একটা করে ফ্লোর দিতে হবে। এক একরে জমি দেওয়া হচ্ছে। ২৩ জেলার মধ্যে ১১ টা জেলা করে দিয়েছি। আরও ১২ টির প্রক্রিয়া চলছে।“ মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে।

এর পরেই মুখ্যমন্ত্রী ‘বিশ্বঅঙ্গন’-এর ঘোষণা করেন। জানান, “আমরা  হিডকোর সঙ্গে PPP মডেলের নিউটাউন এলাকায় প্রায় ২৫ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করছি। যারা বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট ক্রিয়েটিভিটি কালচারাল প্রোগ্রাম করতে আসে। একটা ইন্টারন্যাশনাল পার্ক হলে অনেক লাভ হবে। এর শর্ট নাম IITECH। বাংলা নাম বিশ্বঅঙ্গন। আমার কাছে অনেকদিন ধরে এটার ডিমান্ড ছিল। কলকাতায় এক লপ্তে ২৫ একর খুঁজে পাওয়া একটা বড় ব্যাপার ছিল। আমরা আজ সফল হয়েছি। বিজিবিএস-এর পর থেকেই জমি খুঁজছিলাম।“
আরও খবরমুক্ত পূর্ণম কুমার: স্ত্রীকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘোষণা মতো রাজ্যে শিল্পোন্নয়নে জোয়ার। এই সব কাজ শুরু হলে প্রচুর কর্মসংস্থান হবে। একই সঙ্গে দেশের বাণিজ্য মানচিত্রে উল্লেখযোগ্য জায়গা করে নেবে বাংলা।

spot_img

Related articles

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...

”শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে”, গানের মধ্যেই ষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের প্রিয় দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী।  বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের...

মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

মহা পঞ্চমীর দিনে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদে। মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর।শনিবার দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায়...

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...