ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

Date:

Share post:

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই চলছে সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরে। পর পর ১৮ বার শীর্ষ আদালতে পিছলো DA মামলার শুনানি। বুধবার দুপুর ২টো নাগাদ বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি ছিল। কিন্তু তা আবার পিছিয়ে গেল। এই শুনানি শেষ বার হয়েছিল গত বছর ১ ডিসেম্বর। শুক্রবার, ফের মামলার শুনানির সম্ভাবনা।

ডিএ মামলা ১১ মে এজলাস বদল করে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে পাঠানো হয়। সেখানেই এদিন শুনানির কথা ছিল। কিন্তু তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। ফলে প্রথম থেকেই শুনানি নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। আশঙ্কা সত্যি করেই হল না শুনানি।

কেন্দ্রীয় হারে ও বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২-এ ২০ মে কেন্দ্রের সমান ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই বছর ৩ নভেম্বর মামলা দায়ের হয়। শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সেই থেকে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। বিভিন্ন কারণে বার বার পিছিয়েছে ডিএ শুনানি। এদিনের শুনানি ধরে ১৮ বার পিছলো ডিএ মামলা।

এদিকে মামলা বিচারাধীন অবস্থাতেই দফায় দফায় বেশ কয়েকবার ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতে সন্তুষ্ট রাজ্য সরকারি কর্মীদের বেশিরভাগ অংশই।

spot_img

Related articles

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

যোগী রাজ্যে ধর্মীয় স্থানে হানা, মৌলবির স্ত্রী ও দুই কন্যা খুনে আতঙ্ক

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাগপত জেলার গাঙ্গলোনি গ্রামে মসজিদের ভিতরে নৃশংস হত্যাকাণ্ড। মৌলবি ইব্রাহিমের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী এবং দুই শিশু...