তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই চলছে সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরে। পর পর ১৮ বার শীর্ষ আদালতে পিছলো DA মামলার শুনানি। বুধবার দুপুর ২টো নাগাদ বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি ছিল। কিন্তু তা আবার পিছিয়ে গেল। এই শুনানি শেষ বার হয়েছিল গত বছর ১ ডিসেম্বর। শুক্রবার, ফের মামলার শুনানির সম্ভাবনা।

ডিএ মামলা ১১ মে এজলাস বদল করে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে পাঠানো হয়। সেখানেই এদিন শুনানির কথা ছিল। কিন্তু তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। ফলে প্রথম থেকেই শুনানি নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। আশঙ্কা সত্যি করেই হল না শুনানি।

কেন্দ্রীয় হারে ও বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২-এ ২০ মে কেন্দ্রের সমান ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই বছর ৩ নভেম্বর মামলা দায়ের হয়। শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সেই থেকে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। বিভিন্ন কারণে বার বার পিছিয়েছে ডিএ শুনানি। এদিনের শুনানি ধরে ১৮ বার পিছলো ডিএ মামলা।

এদিকে মামলা বিচারাধীন অবস্থাতেই দফায় দফায় বেশ কয়েকবার ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতে সন্তুষ্ট রাজ্য সরকারি কর্মীদের বেশিরভাগ অংশই।

–
–

–

–

–

–


–

–

–

–
