Sunday, November 9, 2025

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই চলছে সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরে। পর পর ১৮ বার শীর্ষ আদালতে পিছলো DA মামলার শুনানি। বুধবার দুপুর ২টো নাগাদ বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি ছিল। কিন্তু তা আবার পিছিয়ে গেল। এই শুনানি শেষ বার হয়েছিল গত বছর ১ ডিসেম্বর। শুক্রবার, ফের মামলার শুনানির সম্ভাবনা।

ডিএ মামলা ১১ মে এজলাস বদল করে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে পাঠানো হয়। সেখানেই এদিন শুনানির কথা ছিল। কিন্তু তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। ফলে প্রথম থেকেই শুনানি নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। আশঙ্কা সত্যি করেই হল না শুনানি।

কেন্দ্রীয় হারে ও বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২-এ ২০ মে কেন্দ্রের সমান ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই বছর ৩ নভেম্বর মামলা দায়ের হয়। শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সেই থেকে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। বিভিন্ন কারণে বার বার পিছিয়েছে ডিএ শুনানি। এদিনের শুনানি ধরে ১৮ বার পিছলো ডিএ মামলা।

এদিকে মামলা বিচারাধীন অবস্থাতেই দফায় দফায় বেশ কয়েকবার ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতে সন্তুষ্ট রাজ্য সরকারি কর্মীদের বেশিরভাগ অংশই।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version