Tuesday, November 11, 2025

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

Date:

Share post:

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীর উপর তার প্রভাব নিয়ে অদ্ভুত পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। আদালত জানিয়েছে যদি শারীরিক বা মানসিক অত্যাচার না করা হয় তাহলে স্বামীর পরকীয়া (Extra marital affair) থাকা মানে তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা যায় না। এখানেই শেষ নয়, এমন এক মামলায় এক ব্যক্তিকে জামিন দিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলা (Sanjeev Narula) বলেন, পণের দাবিতে চাপ দেওয়ার কারণে হওয়া মৃত্যুর সঙ্গে পরকীয়াকে এক করা যায় না।

স্বামীর অন্যের সঙ্গে সম্পর্কের জেরে গার্হস্থ্য অশান্তিতে এক মহিলার মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই মামলায় ৪৯৮-এ (নিষ্ঠুরতা), ৩০৪-বি (পণের চাপে মৃত্যু)-এর মতো ধারায় মৃতার স্বামীকে গ্রেফতার করা হয়েছিল। শুনানিতে জানা যায় পাঁচ বছরের দাম্পত্য সম্পর্ক থাকার পর ২০২৪ সালের ১৮ মার্চ মৃত্যু হয় তাঁর স্ত্রীর। নিহত মহিলার পরিবারের তরফ থেকে অভিযোগ করে বলা হয় তাঁদের জামাইয়ের অন্য একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরও করার পাশাপাশি শ্বশুরবাড়িতে পণের জন্য নাকি চাপ দিতেন অভিযুক্ত। এই মামলার শুনানিতে আদালত বলে ওই মহিলা জীবিত থাকাকালীন তিনি বা তাঁর বাপের বাড়ি তরফে এই সংক্রান্ত কোনও অভিযোগ করা হয়নি। ফলে পরকীয়া সম্পর্ক ছিল বলেই অভিযুক্ত তাঁর স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করতেন এটা কোনভাবেই বলা যায় না। এরপরই সংশ্লিষ্ট মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...