Saturday, November 8, 2025

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

Date:

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করল অ্যাক্রোপলিস মল। সপ্তাহব্যাপী উদ্‌যাপনের চূড়ান্ত পর্বে আজ এক বর্ণময় অনুষ্ঠানের সাক্ষী রইল শহরবাসী। উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী মমতা শংকর এবং তাঁর পুত্র কণ্ঠশিল্পী, সুরকার ও অভিনেতা রতুল শংকর। তাঁদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও তাঁর কন্যা।

মল কর্তৃপক্ষ আয়োজন করেছিল এক অনলাইন প্রতিযোগিতার, যেখানে সন্তানেরা মায়ের সঙ্গে সেলফি পাঠিয়ে জানিয়েছেন—”আমার মা কেন সেরা?” প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী হন জয়ন্তী মিত্র, ইশিতা দাস এবং মোহিনী দাস।

পাশাপাশি এক বিশেষ প্রতিভা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে মা-মেয়ে জুটি—শ্রেয়া চ্যাটার্জি/অর্ষিয়া চ্যাটার্জি, কাহিনী ভট্টাচার্য/মৃত্তিকা ত্রিবেদী, নন্দিতা মুখোপাধ্যায়/শানয়া মুখোপাধ্যায়, মৈত্রি প্রামাণিক/সাঁঝবাতি প্রামাণিক, দেবজানী চক্রবর্তী/অদ্রিজা জানা, সুরূপা মণ্ডল অধিকারী/শ্রীদত্তা মণ্ডল, নিভেদিতা শাহ/আহ্যা শাহ এবং টুকটুকি দত্ত/সূত্রিণা দত্ত সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মাতৃত্বের বন্ধনকে রঙিন করে তোলেন।

আনুষ্ঠানিকভাবে সেরা তিন মা ও তাঁদের সন্তানদের হাতে পুরস্কার তুলে দেন মমতা শংকর ও রতুল শংকর। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও মা-সন্তান জুটিদের বিশেষভাবে সম্মানিত করেন। আয়োজন ছিল আরও আকর্ষণীয় — মা-সন্তানদের জন্য রোমাঞ্চকর খেলা ও মজার প্রশ্নোত্তর পর্ব। সবশেষে কেক কেটে পালিত হয় মাতৃ দিবস এবং অনুষ্ঠিত হয় এক সুরেলা সান্ধ্যসংগীতের আসর।

মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার (হসপিটালিটি ও মল), শুভদীপ বসু বলেন, “মায়েরা স্বাভাবিকভাবেই অন্তর্দৃষ্টিসম্পন্ন। আমরা কিছু বলার আগেই তিনি বুঝে ফেলেন আমাদের মনের কথা। সেই মায়ের জাদুকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ। আকропলিস মলে মাতৃ দিবস উপলক্ষে ৯ থেকে ১১ মে পর্যন্ত বিশেষ কেনাকাটার ছাড়ও দেওয়া হয়। এই উৎসবে যেভাবে অংশ নিয়েছেন মা ও সন্তানরা, তা আমাদের সত্যিই আনন্দ দিয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মমতা শংকর, রতুল শংকর ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।” অ্যাক্রোপলিস মল মাতৃত্বের মর্যাদা ও ভালবাসাকে নতুন রঙে রাঙিয়ে তুলল এই দিনটিকে।

আরও পড়ুন – চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version