Wednesday, November 5, 2025

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

Date:

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা তোর্ষা এক্সপ্রেসের (Teesta Torsha Express) শৌচাগারে পুত্র সন্তানের জন্ম দিলেন বিহারের তরুণী। সুস্থ রয়েছেন মা ও নবজাতক। আপাতত ভর্তি আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতালে।

বুধবার, দুপুর ১২ টায় নিউ আলিপুরদুয়ার স্টেশনে স্বামীর সঙ্গে ট্রেন থেকে নেমে পড়েন বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা সন্তানসম্ভবা নেহা দেবী। সঙ্গে তাঁর স্বামী রূপেশ মহালদারও ছিলেন। এরপর তিননম্বর প্ল্যাটফর্মে (Platform) দাঁড়িয়ে থাকা তিস্তাতোর্সা এক্সপ্রেসের (Teesta Torsha Express) S8 কামরায় উঠে শৌচাগারে যান নেহা। দুপুরে ১২.১০ মিনিট নাগাদ সেখানেই এক পুত্রসন্তানের জন্ম দেন। গুয়াহাটি থেকে আসা ট্রেন থেকে নামতেই তাঁর শারীরিক অবস্থা লক্ষ্য করেন প্লাটফর্মে কর্মরত লেডি হেড কনস্টেবল স্বপ্না দাস। তিনি দ্রুত সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার জন্য জানান। তবে, স্বাস্থ্য কর্মীরা পৌঁছানোর আগেই নেহা শিশুর জন্ম দেন। তিস্তাতোর্সা এক্সপ্রেসের মধ্যেই আলিপুরদুয়ারের শিশু সহায়তা ডেস্কের আরপিএফ-এর মহিলা কর্মীরা প্রাথমিক চিকিৎসা এবং সহায়তা দেন ওই মহিলাকে।
আরও খবরসাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

পরে ঘটনাস্থলে পৌঁছন রেলওয়ে মেডিক্যাল অফিসার। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন। মা ও নবজাতক উভয়কেই উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ারের রেলওয়ে হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার কারণে তিস্তাতোর্সা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরিতে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়। আপাতত মা ও নবজাতক আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। দুজনেই সুস্থ আছে বলে রেল সূত্রে খবর।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version